shono
Advertisement

‘আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করেছিলাম’, করমণ্ডল দুর্ঘটনা প্রসঙ্গে সরব প্রাক্তন রেলমন্ত্রী নীতীশ

১৯৯৯ সালে গাইসাল দুর্ঘটনার পরে পদত্যাগ করেন নীতীশ কুমার।
Posted: 04:08 PM Jun 05, 2023Updated: 04:08 PM Jun 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যখন রেলমন্ত্রীর (Rail Minister) কুরসিতে, সেই সময়েই ঘটেছিল ১৯৯৯ সালের ভয়াবহ গাইসাল দুর্ঘটনা। ২৪ বছর পরে সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি ফিরে এসেছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় (Coromandel Express)। রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করে সরব হয়েছে রাজনীতিবিদ থেকে আমজনতা। এহেন পরিস্থিতিতে প্রথমবার মুখ খুললেন ১৯৯৯ সালের রেলমন্ত্রী নীতীশ কুমার। প্রসঙ্গত, গাইসাল দুর্ঘটনার পরেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।

Advertisement

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় (Coromandel Express Accident) মৃত্যু হয়েছে ২৭৫ জনের। আহত হয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ। এই ঘটনাকে শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন নীতীশও (Nitish Kumar)। তবে রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত কিনা, তা নিয়ে মুখ খুলতে চাননি তিনি। 

[আরও পড়ুন: প্রচণ্ড শব্দে কাঁপল ওয়াশিংটন, অজ্ঞাত বিমানকে ধাওয়া F-16 জেটের, তারপর…]

নীতীশের মতে, “আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন পশ্চিমবঙ্গে এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে অনুরোধ করেছিলাম, তিনি যেন আমার পদত্যাগপত্র গ্রহণ করেন। আগে তো রেল বাজেট আলাদাভাবে পেশ করা হত। এই সরকার এসে রেল বাজেট বাতিল করে দিয়েছে। তবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ করা উচিত কিনা, তা নিয়ে এখনই মন্তব্য করব না।”

প্রসঙ্গত, রেলমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। সোমবারেই এই ঘটনায় কেন্দ্র সরকারকে তোপ দাগেন রাহুল গান্ধী। তিনি বলেন, “কংগ্রেস জমানার একটা রেল দুর্ঘটনার কথা মনে পড়ছে। তখন কিন্তু বলা হয়নি, ব্রিটিশ জমানার দোষেই এই দুর্ঘটনা ঘটেছে। উলটে তৎকালীন রেলমন্ত্রী নিজেই সমস্ত ঘটনার দায় স্বীকার করে ইস্তফা দেন।” অন্যদিকে, রেলমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত কিনা তা নিয়ে মুখ খুলতে চাননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: আন্দোলন থেকে নাম তুললেন? রেলের চাকরিতে যোগ দিয়ে মুখ খুললেন সাক্ষী মালিক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement