shono
Advertisement

পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে গাঁটের কড়ি খরচ করে ইলিশ খাওয়ালেন শিক্ষকরা

মিড ডে মিলে ইলিশ খেয়ে খুশি পড়ুয়ারা The post পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে গাঁটের কড়ি খরচ করে ইলিশ খাওয়ালেন শিক্ষকরা appeared first on Sangbad Pratidin.
Posted: 11:08 AM Aug 21, 2018Updated: 11:38 AM Aug 21, 2018

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: মিড-ডে মিলের পাতে  ইলিশ৷ খুব খুশি পড়ুয়ারা৷ সোমবার দাসপুরের দক্ষিণ কৈজুড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকারা নিজেদের গাঁটের টাকা খরচ করে পড়ুয়াদের ইলিশ মাছ খাইয়েছেন৷ পড়ুয়াদের পাশাপাশি পাত পেড়ে খেয়েছেন আমন্ত্রিত অতিথিরাও৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিরু আলম বলেন,  “আমরা মিড-ডে মিলের পাতে মাছ, ডিম,  মাংস সবই দেওয়ার চেষ্টা করি৷ সোমবার শিক্ষকরা চাঁদা তুলে পড়ুয়াদের পাতে তুলে দিয়েছে ইলিশ মাছ৷ স্থানীয় পঞ্চায়েত সদস্যদেরও আমন্ত্রণ জানিয়েছিলাম৷ তাঁরা এসেছিলেন৷ ইলিশ মাছ পেয়ে খুবই খুশি স্কুলের শতাধিক পড়ুয়া৷”

Advertisement

[নারী পাচার রুখতে ডুয়ার্সে ‘গার্লস ক্লাব’, সমস্যা মেটাতে নয়া উদ্যোগ]

মিড-ডে মিল নিয়ে প্রায়ই বেনিয়মের অভিযোগ ওঠে৷ তাই সম্প্রতি তদারকিতে যুক্ত করা হয়েছে অবর বিদ্যালয় পরিদর্শকদের৷ কিন্তু তারও মাঝে এমন নজির তৈরি করল দাসপুরের কৈজুড়ি প্রাথমিক বিদ্যালয়৷ মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে ইলিশ মাছ তুলে দিল বিদ্যালয় কর্তৃপক্ষ৷ স্কুলে পড়ুয়ার সংখ্যা ১২৭ জন৷ এর আগে মিড-ডে মিলে পড়ুয়াদের পাতে মাঝে মাঝেই পড়ত পোনা মাছ থেকে শুরু করে মুরগির মাংস৷ এবার স্বাদ বদল করতে সোমবার পাতে পড়ল রুপোলি শস্য৷ স্কুলের মাস্টারমশাইরা চাঁদা তুলে কিনে এনেছিলেন ইলিশ মাছ। চারজন শিক্ষক দাঁড়িয়ে থেকে পড়ুয়াদের ভোজনের তদারকি করলেন৷ আমন্ত্রিত ছিলেন স্থানীয় দুই পঞ্চায়েত সদস্য কাঞ্চন মাইতি ও দীপালি প্রামাণিক৷ স্কুলের প্রধান শিক্ষক অনিরু আলম বলেন, “ছোট ছোট পড়ুয়াদের পাতে ইলিশ তুলে দিয়ে আমরাও খুশি।

[বাজপেয়ীকে শ্রদ্ধা কুলটি বিজেপির, প্রথা মেনে পারলৌকিক ক্রিয়ার আয়োজন]

The post পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে গাঁটের কড়ি খরচ করে ইলিশ খাওয়ালেন শিক্ষকরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement