shono
Advertisement

গব্বর পাঁঠার আতঙ্কে কাঁপছে সিউড়ির ভদ্রপুর!

ইতিমধ্যেই সে গুঁতিয়ে জখম করেছে শতাধিক মানুষকে৷ কয়েকজন এখনও হাসপাতালের বেডে শুয়ে৷ The post গব্বর পাঁঠার আতঙ্কে কাঁপছে সিউড়ির ভদ্রপুর! appeared first on Sangbad Pratidin.
Posted: 03:26 PM Jul 26, 2016Updated: 09:56 AM Jul 26, 2016

স্টাফ রিপোর্টার: বেটা সো যা! নেহি তো গব্বর আ যায়ে গা!
‘শোলে’র এই গব্বরের ভয়ে রামগড়ে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত৷ বাড়ির বেয়াড়া বাচ্চাকে শান্ত করতে ওই একটা নামই যথেষ্ট ছিল৷ একই ছবি নলহাটির ভদ্রপুরেও৷ গব্বরের নামে কাঁপছে গোটা এলাকা৷ স্কুল যাওয়া বন্ধ করে ঘরবন্দি বাড়ির শিশুরা৷ কোনওভাবেই তাকে বশে আনতে না পেরে শেষমেশ বিচারসভা ডেকেছে স্থানীয় গ্রামপঞ্চায়েত৷ আগামী ২৮ জুলাই ঠিক হবে গব্বরের ভবিষ্যৎ৷
তবে এ গব্বর কোনও ডাকু সর্দার নয়৷ নধর পাঁঠা! এই পাঁঠার ডাকুগিরিতেই ত্রস্ত নলহাটি দুই ব্লকের ভদ্রপুর৷ যাকে পাচ্ছে, শিং দিয়ে গুঁতিয়ে দিচ্ছে সে৷ তাড়া করে নিয়ে ফেলছে মাঝপুকুরে৷ ইতিমধ্যেই সে গুঁতিয়ে জখম করেছে শতাধিক মানুষকে৷ কয়েকজন এখনও হাসপাতালের বেডে শুয়ে৷
কোথা থেকে এল এই গববর? স্থানীয় এক মন্দিরের পূজারি দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানালেন, গব্বর তখন অনেক ছোট৷ কোনও এক ভক্ত তাকে রেখে গিয়েছিল এই মন্দিরে৷ ধীরে ধীরে বয়স বেড়েছে৷ বেড়েছে বেয়াড়াপনাও৷ এলাকার মানুষই নাম দেয় গব্বর৷ প্রথম প্রথম বেঁধে রেখে জব্দ করা হত তাকে৷ কিন্তু পরে তার কাছে হার মেনেছে সকলে৷ বারবার দড়ি ছিঁড়ে ছুট লাগায় সে৷ তাকে কাবু করা এক কথায় অসম্ভব৷ তামাটে সাদা গায়ের লোম৷ কপালে সিঁদুরের তিলক৷ ধারে কাছে ঘেঁষলেই গা গুলিয়ে ওঠে বোঁটকা গন্ধে৷ তার দাপটেই দিশেহারা ভদ্রপুরবাসী অবশেষে পঞ্চায়েতের দ্বারস্থ হন৷ ভদ্রপুর গ্রামপঞ্চায়েতের প্রধান শম্পা রায় আগামী ২৮ জুলাই এক বৈঠক ডেকেছেন৷ তার আগে পর্যন্ত ভদ্রপুরের বাঁধা পাকুড় তলায় বাঁধা থাকবে দাপুটে পাঁঠাটি৷
গ্রামবাসীদের অভিযোগ, গত রবিবারই ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন এলাকার গোবিন্দ রায়৷ বয়স ৫০ ছুঁয়েছে৷ ধীরে ধীরে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন৷ হঠাৎ পিছন থেকে সজোরে ধাক্কা৷ কিছু বোঝার আগেই মুখ থুবড়ে পড়লেন৷ কোনও মতে এলাকার লোকজন উদ্ধার করে নিয়ে গেল ডাক্তারখানায়৷ থুতনিতে চারটে সেলাই৷ সৌজন্যে গব্বর৷ ১৫ দিন ধরে ঘরের বিছানায় পড়ে রয়েছেন সত্তরোর্ধ্ব মদনকুমার রায়৷ কাঠগড়ায় সেই গব্বর৷ গ্রামের সন্ধ্যা মণ্ডল, সরস্বতী দত্তরা গব্বরের নাম শুনলেই মেজাজ চড়াচ্ছেন সপ্তমে৷ তাঁরা যে ভুক্তভোগী!
গ্রামপঞ্চায়েত প্রধান শম্পা রায় বলেন, “এই পাঁঠাকে নিয়ে অনেক অভিযোগ৷ তাই ২৮ তারিখের সভায় গব্বরের বিরু‌দ্ধে অভিযোগগুলি এজেন্ডায় রেখেছি৷” বিভাগীয় বন আধিকারিক কল্যাণ রাইয়ের কথায়, “আমরা তো কিছু করতে পারি না৷ পাঁঠা তো গৃহপালিত পশু৷ বন্য নয়৷ তাই আমাদের এক্তিয়ারও নেই৷” তবে নলহাটি-২ ব্লকের বিডিও ঋক সপ্তাশ্ব বলেন, “গব্বরকে নিয়ে ব্লক লাইভ স্টক ডেভলপমেন্ট বিভাগের সঙ্গে কথা বলতে হবে৷” অন্যদিকে প্রাণীবিকাশ দফতরের উপ অধিকর্তা বাসুদেব মাইতি বলেন, অভিযোগ পেলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে৷
কিন্তু তত দিনে গব্বর কোনও নয়া খেল না দেখিয়ে বসে! আতঙ্কে ভদ্রপুরবাসী!

Advertisement

The post গব্বর পাঁঠার আতঙ্কে কাঁপছে সিউড়ির ভদ্রপুর! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement