shono
Advertisement

Breaking News

সরকারি কর্মীরা আবাসন পাবেন শীঘ্রই, আশ্বাস মন্ত্রীর

২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে অন্যগুলির নির্মাণ সম্পূর্ণ হবে৷ The post সরকারি কর্মীরা আবাসন পাবেন শীঘ্রই, আশ্বাস মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 05:14 PM Jun 21, 2016Updated: 11:44 AM Jun 21, 2016

স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত সরকারি কর্মীদের ৫০ হাজার ফ্ল্যাটের আবাসন প্রকল্প ‘আকাঙ্খা’ দ্রূত সম্পূর্ণ করা হবে৷ সোমবার দক্ষিণ কলকাতার উত্তম-মঞ্চে প্রথম ধাপে ৫৭৬ টি ফ্ল্যাটের লটারি করে বিলির অনুষ্ঠানে একথা জানিয়েছেন রাজ্যের আবাসন, পরিবেশ ও দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷ এদিন আবাসনমন্ত্রী নিউটাউনে নির্মীয়মাণ ফ্ল্যাটগুলি আবেদনকারীদের মধ্যে লটারির মাধ্যমে বণ্টনের সূচনা করেন৷ লটারির পর মন্ত্রী শোভন বলেন, “নিউটাউনে নানা ক্যাটাগরিতে ৫৭৬ টি ফ্ল্যাট তৈরি হচ্ছে৷ ইতিমধ্যে ৯৬টি ফ্ল্যাট প্রায় সম্পূর্ণ হয়েছে৷ ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে অন্যগুলির নির্মাণ সম্পূর্ণ হবে৷ পরবর্তীতে দমদমে আরও ৪০০ টি সরকারি কর্মীদের জন্য ফ্ল্যাট তৈরি হবে৷ সেগুলিও দ্রূত লটারি করে বিলি করা হবে৷” মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের বাসস্থানের জন্যই আবাসন তৈরির যে প্রকল্প ঘোষণা করেছেন সেখানে নানা স্তর রয়েছে৷ এদিন আবাসন মন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায় যে ৫৭৬ টি ফ্ল্যাট লটারির মাধ্যমে বণ্টনের সূচনা করেন সেখানে এলিগেন্ট ফ্ল্যাট রয়েছে ৬০টি৷ এছাড়া প্রিমিয়াম ফ্ল্যাট ১৮০, ক্লাসিক ক্যাটাগরি ২৪০, ইকনোমি ও স্ট্যান্ডার্ড ক্যাটাগরির ফ্ল্যাট ৪৮ টি করে রয়েছে৷ তবে এদিন ইকনোমি ও স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতেই সবচেয়ে বেশি আবেদনকারী ছিলেন৷ আবাসন মন্ত্রীর নির্দেশে লটারি করে ৪৮ জনের নাম চূড়ান্ত করার পাশাপাশি পাঁচজন করে ওয়েটিং লিস্টে নামও রেখেছেন দফতরের শীর্ষকর্তারা৷

Advertisement

The post সরকারি কর্মীরা আবাসন পাবেন শীঘ্রই, আশ্বাস মন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement