shono
Advertisement

Breaking News

নাম পাল্টে জঙ্গি কার্যকলাপ বজায় রাখছে হাফিজের সংগঠন

পাক প্রশাসনকে বুড়ো আঙুল দেখাল মুম্বই হামলার মূলচক্রী৷ The post নাম পাল্টে জঙ্গি কার্যকলাপ বজায় রাখছে হাফিজের সংগঠন appeared first on Sangbad Pratidin.
Posted: 02:21 PM Feb 04, 2017Updated: 08:51 AM Feb 04, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি নাম পাল্টে জঙ্গি কার্যকলাপ বজায় রাখছে জামাত-উদ-দাওয়া বা জেইউডি৷ কুখ্যাত জঙ্গি হাফিজ সইদের নেতৃত্বাধীন এই জঙ্গি সংগঠন এবার নাম বদলে ফেলে আজাদ কাশ্মীরের দাবিতে সোচ্চার হবে পাকিস্তানের মাটিতে, খবর পাক মিডিয়া সূত্রে৷ এই ঘটনায় আরও একবার প্রমাণিত হয়ে গেল যে স্রেফ আন্তর্জাতিক মহলের চোখে ধুলো দেওয়ার জন্যই মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে গৃহবন্দি করে রাখা হয়েছে৷

Advertisement

(ভারতকে খুশি করতেই গৃহবন্দি হাফিজ, জঙ্গিদের নিশানায় মোদি-ট্রাম্প)

নইলে রাতারাতি একটি সংগঠনের নাম বদলে ফেলে আন্দোলন বজায় রাখা যেত না বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ সবচেয়ে বড় কথা, পাক সরকার যে তাকে বন্দি করে রাখতে পারে, সেই সরকারি তথ্যও হাফিজের কাছে পৌঁছে গিয়েছিল৷ খবর পেতেই নিজের সংগঠনের নাম বদলে ফেলার সিদ্ধান্ত নেয় হাফিজ৷ পাকিস্তানে এখন জেইউডি-র সমস্ত কার্যকলাপ স্তব্ধ করে রাখা হয়েছে৷ কিন্তু সরকারি নিয়মের ফাঁক গলে জেইউডি এখন নাম পাল্টে ‘তেহরিক আজাদি জম্মু অ্যান্ড কাশ্মীর’ বা টিএজেকে হয়ে গিয়েছে৷ এই সংগঠনের ছাতার নিচেই আগামী ৫ ফেব্রুয়ারি পাকিস্তানে ‘কাশ্মীর দিবস’ পালিত হবে, এই খবরের সত্যতা পাক প্রশাসন স্বীকার করেছে৷ লাহোর-সহ পাকিস্তানের অন্যান্য অংশেও আগামিকাল বিক্ষোভ কর্মসূচি পালিত হবে৷ পাশাপাশি রবিবারের প্রার্থনার শেষে কাশ্মীর নিয়ে একটি বড় ধরনের বৈঠকেরও ডাক দিয়েছে টিএজেকে৷

(পাকিস্তানকে জল না দিলে রক্ত বন্যা বইবে, মোদিকে হুমকি হাফিজের)

ইতিমধ্যেই পাঞ্জাব-সহ একাধিক প্রদেশ থেকে আগামিকালের বিক্ষোভ কর্মসূচির জন্য মোটা অঙ্কের চাঁদা তুলেছে টিএজেকে৷ সংগঠনের তরফে মোতায়েন রাখা হচ্ছে সবরকম আপৎকালীন ব্যবস্থা৷ পাক পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাঁরা পরিস্থিতির উপর কড়া নজর রাখছে৷ পুলিশের একটি সূত্রের বক্তব্য, “সাঁড়াশি চাপের মুখে পড়ে গিয়েছে পাকিস্তান৷ একদিকে আন্তর্জাতিক সংগঠনগুলির চাপে হাফিজকে গৃহবন্দি করে রাখতে হয়েছে, অন্যদিকে, হাফিজের জঙ্গি অনুগামীরা বিক্ষোভের নাম পাকিস্তানেই বড় ধরনের নাশকতা চালাতে পারে আশঙ্কা করছে প্রশাসন৷” হাফিজের অনুগামী আবদুল্লা উবেইদ, জাফর ইকবাল, আবদুর রহমান আবিদ ও কাশিফ নওয়াজকেও গৃহবন্দি করা হয়েছে৷

(লস্কর প্রধান হাফিজ সইদকে গৃহবন্দি করল পাকিস্তান)

The post নাম পাল্টে জঙ্গি কার্যকলাপ বজায় রাখছে হাফিজের সংগঠন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement