shono
Advertisement

মমতার মুখেই সিঙ্গুর কাহিনি জানতে চান হার্ভার্ডের পড়ুয়ারা

আগাগোড়া আন্দোলনের খুঁটিনাটি সম্পর্কে রয়েছে তাঁদের অসংখ্য প্রশ্ন৷ The post মমতার মুখেই সিঙ্গুর কাহিনি জানতে চান হার্ভার্ডের পড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:23 PM Oct 31, 2016Updated: 08:53 AM Oct 31, 2016

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: মমতার সিঙ্গুর আন্দোলন নিয়ে উৎসাহ এবার হার্ভার্ডেও৷ মাঠে নেমে চাষের জমি রক্ষার আন্দোলন থেকে শুরু করে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়– সব কিছু নিয়েই প্রবল উৎসাহ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের৷ আগাগোড়া আন্দোলনের খুঁটিনাটি সম্পর্কে প্রতিটি বিষয় নিয়ে তাঁদের অসংখ্য প্রশ্ন৷ আর সেই সব প্রশ্নেরই উত্তর দিয়ে দীর্ঘ আলোচনা করলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন৷

Advertisement

শুধু ভারতই নয়, সিঙ্গুরের ৯০০ একরের ইতিবৃত্ত সারা বিশ্বেই জমি সম্পর্কে মানুষের ধারণা বদলে দিয়েছে৷ একইসঙ্গে অপার রহস্য জড়িয়ে রয়েছে ‘মমতা ব্যানার্জি’ নামটি ঘিরেও৷ সেকারণেই শুধু তাঁর গল্প শুনেই ক্ষান্ত হতে চান না ছাত্রছাত্রীরা৷ বরং দাবি, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই একবার ক্যাম্পাসে চান তাঁরা৷ তাঁর মুখ থেকেই শুনতে চান লড়াই-আন্দোলনের কথা৷

শনিবার ভারতীয় সময়ের হিসাবে গভীর রাতে হার্ভার্ডের কেনেডি স্কুল অফ গভর্নমেণ্টের পাবলিক পলিসি অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ছাত্রছাত্রীদের এক সেমিনারে বক্তব্য পেশ করেন ডেরেক৷ সিঙ্গুরের লড়াই এবং পরবর্তীকালে শীর্ষ আদালতের স্বীকৃতি কীভাবে একটি পুরো রাজ্যের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট পরিবর্তন করে দিয়েছে, তা তুলে ধরেন তিনি৷ বলেন, সিঙ্গুরের আন্দোলন জমি নিয়ে মানুষের চিরাচরিত ভাবনাকে বদলে দিয়েছে৷

এর আগেও ইয়েল, কলম্বিয়া-সহ আইআইটি এবং আইআইএম-এ সিঙ্গুর নিয়ে আলোচনা হয়েছে৷ কিন্তু হার্ভার্ডের মতো বিশ্বের অন্যতম এলিট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার অভিজ্ঞতা সম্পূর্ণই ভিন্ন বলে জানিয়েছেন ডেরেক৷ ২০১৭-র ফেব্রুয়ারিতে বার্ষিক ভারত বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানে মমতাকে চান ছাত্রছাত্রীরা৷ যদিও সেই আমন্ত্রণ রাখা সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে৷ কারণ সেই বছর শেষের দিকে আমেরিকা পাড়ি দেওয়ার পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী৷ হার্ভার্ডে ডেরেকের আলোচনায় সিঙ্গুর ছাড়াও উঠে আসে জিএসটি-সহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু৷ আলোচনা হয় সংসদীয় গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়েও৷

The post মমতার মুখেই সিঙ্গুর কাহিনি জানতে চান হার্ভার্ডের পড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement