সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টম শ্রেণির পরীক্ষায় ডাহা ফেল৷ করেসপন্ডেন্সের কল্যাণে কোনওমতে পার হওয়া গিয়েছিল দশম শ্রেণির গণ্ডি৷ ডিগ্রি বলতে ব্যস ওইটুকুই৷ তবে জ্ঞান তাঁর সীমা ছাড়িয়েছে যেকোনও পুঁথিগত বিদ্যার৷ মাত্র ২৩ বছর বয়সেই ভারতের কনিষ্ঠতম সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৃষণীত অরোরা৷
১১ বছর বয়সে প্রথমবার কম্পিউটার নামক বস্তুটির সঙ্গে পরিচয় হয় তৃষণীতের৷ প্রথম থেকেই এই জড় পদার্থের প্রেমে পড়ে যান তৃষণীত৷ এক্সপেরিমেন্টের ঠেলায় মাঝে মধ্যেই কম্পিউটার খারাপ হয়ে যেত৷ সারাই করতে যখন লোক আসতেন, সেখানেই বসে থাকত তৃষণীত৷ মন দিয়ে দেখত কীভাবে কাজ করে কোন সার্কিট৷ ২০১৩ সালে যখন তৃষণীত ‘ট্যাক সিকিউরিটি সলিউশন’ নামে নিজের সংস্থা খোলেন, তখন তাঁর বয়স মাত্র ১৯৷ এখন তাঁর সাইবার নিরাপত্তার ওপর নির্ভরশীল রিলায়েন্স, গুজরাত পুলিশ, পাঞ্জাব পুলিশ, আমুল আর সিবিআই-এর মতো সংস্থা৷ সম্প্রতি দুবাইয়েও নিজের কোম্পানির শাখা খুলে ফেলেছেন তৃষণীত৷
নিজের সমস্ত অভিজ্ঞতা ব্লগে লিখে সবার সঙ্গে শেয়ারও করেন তৃষণীত৷ তাঁর লেখা বেশ কয়েকটি বইও ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে৷ যার মধ্যে সবচেয়ে চর্চিত ‘দ্য হ্যাকিং এরা’৷