shono
Advertisement

Breaking News

Health Tips

রাতে ঘুম আসে না? এই তেলগুলি দিয়ে পা মাসাজেই ম্যাজিক

অনিদ্রার সমস্যা যেন ক্রমশ বাড়ছে।
Published By: Sayani SenPosted: 11:00 PM May 07, 2025Updated: 11:00 PM May 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনিয়মিত জীবনযাপন, সোশাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার। তার উপর আবার ওয়েব সিরিজের বাড়বাড়ন্ত। সবমিলিয়ে রাতে অনিদ্রার সমস্যা যেন ক্রমশ বাড়ছে। রাতে ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও ঘুম আর আসে না। ফলে বাড়ছে নানা শারীরিক সমস্যা। ঘুমের ওষুধ দীর্ঘদিন খেলেও বিপদ। ওষুধ ছাড়া বিভিন্ন ধরনের তেলের মাসাজেও অনিদ্রা থেকে রেহাই পেতে পারেন।

Advertisement

সরষের তেল
আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, সরষের তেল আমাদের শরীরে জন্য খুবই উপকারী। ঘানি থেকে আনা খাঁটি সরষের তেল মাসাজে শরীরে রক্ত চলাচল ভালো হয়। তার ফলে যেকোনও ধরনে ব্যথা, যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আবার অনিদ্রা থেকেও রেহাই দেয়।

নারকেল তেল
উদ্বেগ, মানসিক অবসাদ কমিয়ে শরীরকে তরতাজা করতে সাহায্য করে নারকেল তেল। তাই ঘুমের আগে এই তেলটি মাসাজ করলে অনিদ্রা দূর হবে।

তিল তেল
ঘুমোতে যাওয়ার ঠিক আগে পায়ের তলায় মাসাজ করতে পারেন তিল তেল। তাতে আপনার শরীরে সেরোটোনিন হরমোন নিঃসরণ ভালো হয়। অনিদ্রার সমস্যাও মেটে।

ল্যাভেন্ডার অয়েল
ল্যাভেন্ডার অয়েল মাসাজ একেবারে ওষুধের মতো কাজ করে। ত্বকের প্রদাহ, চুল পড়ার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আবার রাতে ঘুম আসতেও সাহায্য করে ল্যাভেন্ডার অয়েল।

আমন্ড অয়েল
প্রতিদিন পায়ের তলায় আমন্ড অয়েল ব্যবহার করলে মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। আর মন ভালো থাকলে ঘুমের সমস্যা কমে অনেকটাই। তাই প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ের তলায় আমন্ড অয়েল ব্যবহার করুন। তাতেই কেল্লাফতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অনিয়মিত জীবনযাপন, সোশাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার। তার উপর আবার ওয়েব সিরিজের বাড়বাড়ন্ত।
  • সবমিলিয়ে রাতে অনিদ্রার সমস্যা যেন ক্রমশ বাড়ছে।
  • ওষুধ ছাড়া বিভিন্ন ধরনের তেলের মাসাজেও অনিদ্রা থেকে রেহাই পেতে পারেন।
Advertisement