shono
Advertisement

Breaking News

Deepinder Goyal Temple Device

নেটদুনিয়ার চর্চায় জোম্যাটো সিইও-র ‘টেম্পল’, মস্তিষ্ক সুরক্ষায় কতটা ভরসার এই ডিভাইস?

কী বলছেন বিশিষ্ট চিকিৎসকরা?
Published By: Buddhadeb HalderPosted: 05:30 PM Jan 06, 2026Updated: 07:28 PM Jan 06, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু কি খাবার পৌঁছে দেওয়াই লক্ষ্য? নাকি লক্ষ্য আরও সুদূরপ্রসারী? জোম্যাটো সিইও দীপিন্দর গয়াল (Deepinder Goyal) এবার সংবাদ শিরোনামে। সম্প্রতি তাঁর ব্যবহার করা এক বিশেষ যন্ত্র ভাইরাল। মাথায় পরিধানযোগ্য এই যন্ত্রটির নাম ‘টেম্পল’ (Temple Device)।

Advertisement

কী এই ‘টেম্পল’? এটি একটি ছোট্ট যন্ত্র, যা কপালে পরতে হয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে ‘ব্রেন-ফ্লো মনিটর’। এটি মূলত মস্তিষ্কের রক্ত সঞ্চালনের উপর নজরদারি চালাবে। রিয়েল-টাইমে জানা যাবে মস্তিষ্কের অন্দরে রক্ত চলাচলের গতিপ্রকৃতি। দীপিন্দর নিজেই গত এক বছর ধরে এই যন্ত্রটির পরীক্ষামূলক ব্যবহার করছেন।

দীপিন্দর গয়ালের মতে, আমরা যখন সোজা হয়ে বসে থাকি বা দাঁড়িয়ে থাকি, তখন মহাকর্ষ বলের বিরুদ্ধে রক্তকে হৃদযন্ত্র থেকে মস্তিষ্কের দিকে ঠেলতে হয়। তাঁর ধারণা, দীর্ঘ সময় এভাবে থাকলে মস্তিষ্কের রক্ত প্রবাহ কমে বার্ধক্য দ্রুততর হয়। অ্যাপোলো হাসপাতালের নিউরোলজিস্ট ডা. সুধীর কুমার অবশ্য এই তত্ত্বে পুরোপুরি সায় দিচ্ছেন না। তাঁর মতে, মানব শরীর অত্যন্ত জটিল ও সুরক্ষিত। ‘সেরিব্রাল অটোরেগুলেশন’ এবং ‘ব্যারোরিফ্লেক্স’-এর মাধ্যমে শরীর নিজেই রক্তের চাপ ও প্রবাহ নিয়ন্ত্রণ করে। তাই সুস্থ মানুষের ক্ষেত্রে সাধারণ কাজকর্মে মস্তিষ্কে রক্ত কম পৌঁছানোর কোনও প্রশ্নই নেই।

চিকিৎসকদের মতে, মস্তিষ্কের রক্ত প্রবাহ মাপার জন্য ইতিমধ্যেই ‘ট্রান্সক্র্যানিয়াল ডপলার’ বা ‘সিটি পারফিউশন স্ক্যান’-এর মতো আধুনিক পদ্ধতি রয়েছে। সেগুলি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ব্যবহার করা হয়। কিন্তু সাধারণ মানুষের জন্য সারাক্ষণ কপালে যন্ত্র পরে থাকার ক্লিনিক্যাল উপযোগিতা এখনও প্রমাণিত নয়। বরং এতে অহেতুক উদ্বেগ বাড়বে।

বিশেষজ্ঞদের দাবি, দীর্ঘায়ু বা মস্তিষ্কের সুস্বাস্থ্যের জন্য আধুনিক ডিভাইসের চেয়েও বেশি কার্যকর হল জীবনযাত্রার পরিবর্তন। রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম এবং ধূমপান বর্জনই হল মস্তিষ্ককে সজীব রাখার আসল চাবিকাঠি। মহাকাশ বিজ্ঞান বা বিশেষ স্নায়বিক গবেষণায় এই ‘টেম্পল’ কাজে লাগলেও, সাধারণের জন্য এটি এখনই কতটা জরুরি, তা নিয়ে রয়েছে ধন্দ।

সূত্রের খবর, এই স্টার্টআপের জন্য প্রায় ৫০ মিলিয়ন ডলার বা ৪১৮ কোটি টাকা বিনিয়োগ আসতে পারে। পিক এক্সভি পার্টনারস বা ইনফো এজের মতো সংস্থাগুলি ইতিমধ্যেই এই প্রযুক্তি নিয়ে উৎসাহ দেখিয়েছে। আপাতত এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ। জোম্যাটো অ্যাপের সঙ্গে এর সরাসরি কোনও যোগ নেই। তবে ইটারনাল চাইছে দীর্ঘায়ু এবং স্বাস্থ্য-প্রযুক্তির বাজারে নিজেদের আধিপত্য বিস্তার করতে। ‘টেম্পল’-এর ওয়েবসাইট বলছে, খুব শীঘ্রই এটি আত্মপ্রকাশ করবে। খাবারের ডেলিভারি থেকে সরাসরি মস্তিষ্কের স্বাস্থ্যের যত্ন— দীপিন্দরের এই ভোলবদল এখন কর্পোরেট দুনিয়ায় চর্চার হট টপিক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এটি একটি ছোট্ট যন্ত্র, যা কপালে পরতে হয়। বিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে ‘ব্রেন-ফ্লো মনিটর’।
  • দীপিন্দর নিজেই গত এক বছর ধরে এই যন্ত্রটির পরীক্ষামূলক ব্যবহার করছেন।
  • বিশেষজ্ঞদের দাবি, দীর্ঘায়ু বা মস্তিষ্কের সুস্বাস্থ্যের জন্য আধুনিক ডিভাইসের চেয়েও বেশি কার্যকর হল জীবনযাত্রার পরিবর্তন।
Advertisement