shono
Advertisement
Nail Care Tips

নেল এক্সটেনশন তোলার পর নখের দফারফা? এই উপায়ে ফিরে পান হারানো সৌন্দর্য

বিয়েবাড়ির মরশুমে নেল পার্লারগুলিতে থিকথিকে ভিড়।
Published By: Sayani SenPosted: 09:24 PM Feb 16, 2025Updated: 09:24 PM Feb 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ির মরশুম। এই সময় নেল পার্লারগুলিতে থিকথিকে ভিড়। অনেকেই নেল এক্সটেনশন করাতে ভিড় জমান। কিন্তু লম্বা নখ তুলে ফেলার পর হাতের দিকে তাকাতেই মনখারাপ তন্বীর। দেখার কথা ভেবে সেই সময় নখের যত্ন না নিলেই বিপদ।

Advertisement

১. নেল এক্সটেনশনে বাড়তি নখ তুলে ফেলার পর তা ভঙ্গুর হয়ে যেতে পারে। সেটাই স্বাভাবিক। তাই এই সময়ে নখ অতিরিক্ত বড় রাখবেন না। নখের চারপাশে তৈরি হওয়া মৃত কোষ পরিষ্কার রাখুন। এই সময় নখে লেবুর রস লাগাতে পারেন। তাতে নখের ভঙ্গুরতা কমবে।

২. নেল এক্সটেনশন তোলার পরপরই বিভিন্ন রংয়ের নেলপলিশ ব্যবহার করবেন না। তবে জেল নেলপলিশ পরতে পারেন। কমপক্ষে সপ্তাহে দু'বার করে নেলপলিশ পরুন।

৩. নেল এক্সটেনশনের ফলে নখের অল্পবিস্তর ক্ষতি হয়। শুষ্ক হয়ে যায় নখের উপরিভাগ। তাই নেল ক্রিম কিংবা কিউটিকল অয়েল ব্যবহার করুন। তাতে শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

৪. এই সময়ে অবশ্যই খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে। আপনার ডায়েটে রাখতে হবে ওমেগা থ্রি, বায়োটিন-সহ অন্যান্য ভিটামিন থাকা আবশ্যক। প্রচুর পরিমাণ জল ও ফল খেতে হবে। অবশ্যই ভিটামিন ই সমৃদ্ধ অ্য়াভোকাডো, আমন্ড, মিষ্টি আলু খেতেই হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নেল এক্সটেনশনে বাড়তি নখ তুলে ফেলার পর তা ভঙ্গুর হয়ে যেতে পারে।
  • নেল এক্সটেনশন তোলার পরপরই বিভিন্ন রংয়ের নেলপলিশ ব্যবহার করবেন না।
  • এই সময়ে অবশ্যই খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে।
Advertisement