অরিঞ্জয় বোস, মুম্বই: আর কয়েক ঘণ্টার প্রতীক্ষা। তারপরই দেশের মাটিতে খুলে যাবে প্রথম আইফোন স্টোর। উদ্বোধনের আগে সেই স্টোরই ঘুরে দেখল সংবাদ প্রতিদিন ডিজিটাল।
গত মঙ্গলবারই অ্যাপেলের তরফে জানানো হয়েছিল, ১৮ এপ্রিল মুম্বইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে তৈরি সুবিশাল আই ফোন স্টোরটি খুলে যাবে সাধারণের জন্য। যে স্টোর উদ্বোধন করতে হাজির হবেন খোদ অ্যাপেল সিইও টিম কুক। এদেশে বাড়তে থাকা আই ফোনের চাহিদার কথা মাথায় রেখেই অফলাইন স্টোর খোলার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সংস্থাটি।
মুম্বইয়ের সুবিশাল অফলাইন স্টোরটিই (Apple Store) যেন জানান দিচ্ছে, বড়সড় লক্ষ্যমাত্রা রেখেই ভারতের স্মার্টফোনের বাজারে নামছে অ্যাপেল। এই স্টোরে নিশ্চিন্তে ঘুরে ফিরে হাতে ধরে পছন্দ করা যাবে আই ফোন। লাইভ ডেমোও দেখানো হবে। কোনও সমস্য়া হলে স্টোরের কর্মীরাই সাহায্য করবেন ক্রেতাদের।
[আরও পড়ুন: তীব্র গরমে পুড়ছে বাংলা, সোম থেকে শুক্র স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর]
২০২০ সালে প্রথমবার ভারতে অনলাইন অ্যাপেল স্টোর খুলেছিল। স্মার্টফোনের বাজারে বিশ্বে দ্বিতীয় স্থান দখল করেছে এই দেশ। লাফিয়ে বাড়ছে স্মার্টফোনের ব্যবসা। তবে আই ফোনের আকাশছোঁয়া দামের জন্য এর জনপ্রিয়তা এখনও তুলনামূলক কম। অফলাইন স্টোর খুললে সেই চাহিদা আরও বাড়বে বলেই বিশ্বাস অ্যাপেলের।
বাণিজ্যনগরীর পাশাপাশি রাজধানী দিল্লির সাকেতেও খুলবে আরেকটি স্টোর। আগামী ২০ এপ্রিল যার উদ্বোধন। সেখানেও যাবেন টিম কুক। ২০১৬ সালে শেষবার ভারতে এসেছিলেন কুক। এবার আসছেন নিজের কোম্পানির স্টোর উদ্বোধনে। শোনা যাচ্ছে, এই সফরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।