Advertisement
বন্দুক হাতে দেশের জন্য লড়ছেন 'মিস ইউক্রেন'? ভাইরাল হওয়া খবরের সত্যিটা জানুন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের বন্যা।
ইউক্রেনের হয়ে লড়াই করার জন্য বন্দুক হাতে তুলে নিয়েছেন সেদেশের প্রাক্তন মিস গ্র্যান্ড আনাস্তাসিয়া লেনা। সোশ্যাল মিডিয়া তোলপাড় হয় সেই খবরে।
কিন্তু দেশে-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া খবরের দাবি ভিত্তিহীন। ইউক্রেন সেনায় যোগ দেননি আনাস্তাসিয়া লেনা।
সুন্দরী আনাস্তাসিয়া এয়ারসফট খেলায় অংশ নিয়েছিলেন। সেখানেই তাঁকে দেখা গিয়েছিল এই অবতারে। ইউক্রেন সেনার সঙ্গে কোনও যোগ নেই আনাস্তাসিয়া লেনার।
আনাস্তাসিয়া ২০১৫ সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল সুন্দরী প্রতিযোগিতায় ইউক্রেনের হয়ে প্রতিনিধিত্ব করে জয়ী হন। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা তিন লক্ষেরও বেশি।
গত ২৮ ফেব্রুয়ারি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আনাস্তাসিয়া জানান, তিনি ইউক্রেন সেনার অঙ্গ নন, একজন সাধারণ নাগরিক মাত্র।
Published By: Suparna MajumderPosted: 05:10 PM Feb 27, 2022Updated: 01:06 PM Mar 05, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
