Advertisement
'মোস্ট এলিজিবল ব্যাচেলর' মামার আগেই বিয়ের পিঁড়িতে ভাগ্নে! বাগদান সারলেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে
রাহুল গান্ধীর ভাগ্নের হবু স্ত্রী আভিভা বেগকে চেনেন?
দেশের 'মোস্ট এলিজিবল ব্যাচেলর'দের তালিকায় এখনও রয়েছে মামার নাম। কিন্তু মামার আগেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভাগ্নে! সূত্রের খবর, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সেরে ফেলেছেন রাহুল গান্ধীর ভাগ্নে রাইহান বঢরা।
রাজনৈতিক পরিবারের সন্তান হলেও রাজনীতিতে সেভাবে দেখা যায় না রাইহানকে। ছবি তোলাকে পেশা করে নিয়েছেন তিনি। এবার প্রিয়াঙ্কা গান্ধী বঢরার পুত্রবধূ হতে চলেছেন দিল্লির আভিভা বেগ।
২০১৭ সালে ক্রিকেট খেলতে গিয়ে চোখে আঘাত পেয়েছিলেন। তারপরেও ক্যামেরার প্রতি রাইহানের ভালোবাসা কমেনি। মাত্র ২১ বছর বয়সেই তাঁর তোলা ছবি নিয়ে প্রদর্শনী হয়েছে।
মূলত মা প্রিয়াঙ্কার উৎসাহেই রাইহানের ছবি তোলা শুরু হয়। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীরও ছবি তোলায় উৎসাহ ছিল। দাদুর ছবি নিয়েও চর্চা করেন রাইহান।
সূত্রের খবর, দিল্লির বাসিন্দা আভিভা বেগের সঙ্গে দীর্ঘ সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন রাইহান। আভিভারও পেশা ছবি তোলা। বেগ পরিবারের সঙ্গে বঢরাদের যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে।
রয়েছে। জল্পনা ছড়িয়েছে, দিনকয়েক আগে প্রেমিকা আভিভাকে বিয়ের প্রস্তাব দেন রাইহান। সেই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন আভিভা।
বাগদান সেরে ফেলেছেন দু'জনে। দুই পরিবার খুবই খুশি হয়ে এই সম্পর্কে সায় দিয়েছেন বলেই শোনা গিয়েছে। ২৫ বছর বয়সি রাইহান এবং আভিভা কবে গাঁটছড়া বাঁধবেন তা অবশ্য জানা যায়নি।
রাহুল গান্ধীর হবু ভাগ্নে বউ আভিভার পড়াশোনা দিল্লির মডার্ন স্কুলে। তারপর মিডিয়া কমিউনিকেশন এবং জার্নালিজম নিয়ে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেছেন।
Published By: Anwesha AdhikaryPosted: 12:59 PM Dec 30, 2025Updated: 12:59 PM Dec 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
