Advertisement
ভাসমান রেস্তরাঁ, আলোকসজ্জা-সহ দোলনা! দিঘার অমরাবতী পার্কে হংকংয়ের আমেজ
জগন্নাথ মন্দিরের অদূরেই রয়েছে পার্কটি।
এবার দিঘায় বসে হংকং ও মালদ্বীপের আমেজ!। অমরাবতী পার্কের জলাশয়ে থাকবে ভাসমান রেস্তরাঁ। পর্যটকরা রেস্তরাঁয় খানাপিনার সঙ্গে জলাশয়ে ভেসে প্রকৃতির শোভা উপভোগ করতে পারবেন।
লন্ডনের রাস্তায় যে বিখ্যাত দোতলা বাস চলে, সেই রকম বাস চলবে পার্কের ভেতরে। তাতে পর্যটকরা সওয়ার হতে পারবেন। তার পরিকাঠামো তৈরি করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি বসানো হচ্ছে আধুনিক প্রযুক্তির লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম।
শিশুদের মনোরঞ্জনের জন্য আলোকসজ্জা-সহ দোলনা বা রাইড থাকছে। জলাশয়ে ড্যান্সিং ফোয়ারা লাগানো হবে। জগন্নাথ মন্দির দর্শনের পাশাপাশি নতুনত্ব ও আধুনিকতার ছোঁয়ায় সেজে ওঠা পার্ক, সকলেরই নজর কাড়বে বলে মনে করছেন দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকরা।
ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা। সংস্থার কর্ণধার প্রদীপ দাস বলেন, জানুয়ারি মাসের মধ্যে কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জগন্নাথ মন্দিরের অদূরেই পার্কটি রয়েছে। আগে কমবেশি ভিড় হলেও মন্দির চালু হওয়ার পর থেকে অমরাবতী পার্কেও পর্যটকদের ভিড় বেড়েছে। দৈনিক গড়ে হাজারের কাছাকাছি পর্যটক পার্কে আসতেন।
জগন্নাথ মন্দির চালু হওয়ার পর সেই সংখ্যাটা আরও বেড়েছে। মন্দির দর্শনের পাশাপাশি পার্কেও সময় কাটাতে যাচ্ছেন পর্যটকেরা। বিশেষ করে ছুটির দিনগুলিতে পার্কে যথেষ্ট ভিড় হয়।
দিঘা-শংকরপুর উন্নয়ন পর্যদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুরজিৎ পণ্ডিত বলেন, অমরাবতী পার্ককে নতুনভাবে সাজানোর কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে পর্যটকদের কাছে তা আকর্ষণীয় হয়ে ওঠবে।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি টুর্নামেন্টে নকআউট পর্বে ১০০০-র বেশি রান করেছেন। এর সঙ্গে সবচেয়ে বেশি আইসিসি ফাইনাল খেলার নজিরে তিনি যুগ্মভাবে আছেন। তিনি ৯টি ফাইনাল খেলেছেন।
Published By: Subhankar PatraPosted: 05:26 PM Dec 30, 2025Updated: 06:56 PM Dec 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
