Advertisement
বাবা ইমরান ব্যবসায়ী, প্রিয়াঙ্কার দীর্ঘদিনের বান্ধবী মা, চিনে নিন রাহুল গান্ধীর হবু ভাগ্নেবধূকে
হবু শাশুড়ির জন্য এই কাজটিও করেছেন আভিভা বেগ।
বিয়ের বিড়িতে বসতে চলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে রায়হান বঢরা। দীর্ঘদিনের প্রেমিকা আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন করে ফেলেছেন তিনি। রাজস্থানের রণথোম্বরে বাগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সব ঠিক থাকলে খুব শীঘ্রই শানাই বাজতে চলেছে গান্ধী-বঢরা পরিবারে।
জানা গিয়েছে, দিল্লির বাসিন্দা আভিভা বেগের সঙ্গে দীর্ঘ সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন রাইহান। আভিভারও পেশা ছবি তোলা। বেগ পরিবারের সঙ্গে বঢরাদের যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে।
রাহুল গান্ধীর হবু ভাগ্নে বউ আভিভার পড়াশোনা দিল্লির মডার্ন স্কুলে। তারপর মিডিয়া কমিউনিকেশন এবং জার্নালিজম নিয়ে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন করেছেন। আভিভা নিজে ছবি তোলার পাশাপাশি মিডিয়া প্রফেশনাল। একাধিক প্রযোজনা সংস্থার হয়ে কাজ করেছেন। দিল্লিতে তাঁর একটি আর্ট স্টুডিও-ও রয়েছে। সেখানে রাইহানের তোলা ছবিরও প্রদর্শনী হয়।
জল্পনা ছড়িয়েছে, দিনকয়েক আগে প্রেমিকা আভিভাকে বিয়ের প্রস্তাব দেন রাইহান। সেই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন আভিভা। দুই পরিবার খুবই খুশি হয়ে এই সম্পর্কে সায় দিয়েছেন বলেই শোনা গিয়েছে। ২৫ বছর বয়সি রাইহান এবং আভিভা কবে গাঁটছড়া বাঁধবেন তা অবশ্য জানা যায়নি।
আভিভার বাবা ইমরান বেগ ব্যবসায়ী। একাধিক সংস্থার সঙ্গে যুক্ত তিনি। মূলত আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত ইমরান। তবে তাঁর ব্যবসা সম্পর্কে জনসমক্ষে বেশি তথ্য নেই।
জানা গিয়েছে, দিল্লির প্রভাবশালী মহলে বেশ পরিচিত আছে ইমরান বেগের। গান্ধী এবং বঢরা পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। তবে সংবাদমাধ্যম থেকে আড়ালে থাকা পছন্দ করেন।
আভিভার মা নন্দিতা বেগ ইন্টেরিয়র ডিজাইনার। তিনিও রাইহানের মা প্রিয়াঙ্কা গান্ধীর দীর্ঘদিনের বন্ধু। ইন্টেরিয়ার ডিজাইনার হিসাবে বেশ খ্যাতি রয়েছে তাঁর। জানা গিয়েছে, কংগ্রেসের নতুন সদর দপ্তর ইন্দিরা ভবনের ইন্টেরিয়ার ডিজাইনও তাঁর করা।
Published By: Subhajit MandalPosted: 04:11 PM Dec 31, 2025Updated: 04:11 PM Dec 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
