Advertisement
ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার থেকে সবচেয়ে বেশি সেঞ্চুরি, ২০২৫-এ কী কী নজির গড়লেন কোহলি?
আইপিএলেও গুচ্ছ রেকর্ড গড়েছেন 'কিং'।
বিরাট কোহলি মানেই রেকর্ডের ফোয়ারা। ২০২৫ সালেও তার কোনও ব্যতিক্রম হয়নি। টি-টোয়েন্টিতে খেলেন না, বছরের মাঝে টেস্ট থেকেও অবসর নিয়েছেন। কিন্তু ওয়ানডেতে হোক বা আইপিএলে, তিনি নামলেই ব্যাটে রেকর্ড লেখা হয়েছে। বছর শেষে রইল সেই সব নজিরের খতিয়ান।
দ্রুততম ১৪,০০০ ওয়ানডে রানের রেকর্ড এবছরই করেছেন কোহলি। তিনি মাত্র ২৮৭ ইনিংসে ১৪,০০০ রান পূর্ণ করেন। শচীন তেণ্ডুলকর ও কুমার সঙ্গাকারার পর ১৪,০০০ রান পূর্ণ করা তৃতীয় ব্যাটার কোহলি।
ঘরের মাঠে ওয়ানডেতে সর্বাধিক ৫০-র বেশি রান করেছেন। চাপের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে জয় এনে দিয়েছেন। ঘরের মাঠে আধিপত্য দেখিয়েছেন। দ্রুততম হিসেবে ৮৪টি আন্তর্জাতিক সেঞ্চুরির নজিরও গড়েছেন তিনি।
কোনও একটি ফরম্যাটে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি কোহলির নামে। যার মধ্যে শুধু ওয়ানডেতেই রয়েছে ৫৩টি।
সীমিত ওভারের ক্রিকেটে এবছর ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। ২০২৫ সালে কোহলি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫১ রান করেছেন।
একই ফ্র্যাঞ্চাইজির হয়ে ৩০০টি ছক্কা মারা প্রথম আইপিএল খেলোয়াড় কোহলি। আরসিবি'র হয়ে এবার চ্যাম্পিয়ন হয়েছেন। তাছাড়া এই মরশুম মিলিয়ে আটবার আইপিএলে ৫০০-র বেশি রান করেছেন।
আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারীও কোহলি। সব মিলিয়ে তিনি ১,১৪০ রান করেছেন। তাছাড়া আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি চার মারার নজিরও কোহলির।
এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি টুর্নামেন্টে নকআউট পর্বে ১০০০-র বেশি রান করেছেন। এর সঙ্গে সবচেয়ে বেশি আইসিসি ফাইনাল খেলার নজিরে তিনি যুগ্মভাবে আছেন। তিনি ৯টি ফাইনাল খেলেছেন।
Published By: Arpan DasPosted: 05:48 PM Dec 30, 2025Updated: 05:48 PM Dec 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
