Advertisement
বছরের শেষ সূর্যাস্তের আলোয় ভিজল ভারত, আতস বাজিতে নতুন বছরকে স্বাগত নিউজিল্যান্ডের
নতুন বছর স্বাগত জানাল অস্ট্রেলিয়াও।
আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বিদায় নেবে ২০২৫। আসবে নতুন বছর। ২০২৬। বুধবার বছরের শেষ সূর্যাস্তের আলোয় ভিজল গোটা ভারত। রাজস্থানের জলমহলে ডুবছে সূর্য।
জবুথবু ঠাণ্ডাতেও ২০২৫-এর শেষ সূর্যাস্ত দেখতে দেশের বিভিন্ন প্রান্তে জড়ো হয়েছিলেন বহু পর্যটকরা। বর্ষবরণের আগে শিমলায় চলছে বিশেষ অনুষ্ঠান। নাচ-গান-আনন্দে মেতেছে মানুষ।
বিশ্বের প্রথম বড় শহর হিসাবে নতুন বছরকে স্বাগত জানাল নিউজিল্যান্ডের অকল্যান্ড। ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।
নতুন বছর উপলক্ষে প্রতিবারের মতোই আতস বাজি এবং আলোর রোশনাইয়ে উদ্ভাসিত অকল্যান্ড। গোটা নিউজিল্যান্ডজুড়ে এখন বইছে আনন্দের স্রোত।
Published By: Subhodeep MullickPosted: 07:22 PM Dec 31, 2025Updated: 07:50 PM Dec 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
