মেষ
ব্যবসায়ীরা নতুন পরিকল্পনার দ্বারা ব্যবসাকে এগিয়ে নিয়ে চলুন। কর্মক্ষেত্রে নিজের কাজ ফেলে রাখবেন না। সহকর্মীরা আপনার ব্যবহারে যাতে কষ্ট না পায় সেদিকে সচেষ্ট থাকবেন। সন্তানদের সামাজিক প্রতিষ্ঠার দিকে সতর্ক দৃষ্টি দিন। স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি বিনিয়োগ করবেন না। কন্যা-সন্তানদের আচার-আচরণে দৃষ্টি দিন।
বৃষ
ব্যবসায়ীদের জন্য সময়টি শুভ। অন্যের কথায় কোনও বিনিয়োগ করবেন না। কর্মক্ষেত্রে সকলকে নিয়ে চলার চেষ্টা করুন। সম্পত্তি রক্ষার জন্য অতিরিক্ত ব্যয় হতে পারে। সন্তানদের লেখাপড়ার জন্য বাড়তি সজাগ দৃষ্টি রাখুন। সারাদিন কাজের মধ্যে থাকবেন না। নিজের জন্য সময় বের করার চেষ্টা করুন। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হলেও একে অপরকে অবিশ্বাস করবেন না।
মিথুন
পরিবারে ছোটখাটো সমস্যা এড়িয়ে চলুন। অযথা মাথা গরম করে কোনও হঠকারী সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায় নিজের অলসতার জন্য আর্থিক ক্ষতি হতে পারে। সপ্তাহের শেষে ছোটখাটো দুর্ঘটনার শিকার হতে পারেন। গাড়িচালকরা সাবধানে গাড়ি চালান। খাওয়া-দাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন। এই সময় পেটের সমস্যা দেখা দিতে পারে।
কর্কট
সপ্তাহের শুরুটা আর্থিক টানাটানির মধ্য দিয়ে চলবে। ব্যবসায় বাইরের লোকের কথা শুনে বারবার সিদ্ধান্ত বদল করবেন না। জমি-বাড়িতে লগ্নি করার পূর্বে আইনজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন। সপ্তাহের মধ্যভাগে বিবাহযোগ্য কন্যার বিবাহ স্থির হতে পারে। দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি থাকলেও বড় ধরনের বিরোধের আশঙ্কা নেই।
সিংহ
ব্যবসায়ীরা এই সময় ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। বড়সড় লগ্নির ক্ষেত্রে সময়টি উপযুক্ত নয়। বহুদিন ধরে চলা-মামলা-মোকদ্দমার ফল আপনার অনুকূলে নাও আসতে পারে। কর্মক্ষেত্রে কতিপয় সহকর্মী আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। সপ্তাহের শেষের দিকে পারিবারিক সমস্যার জন্য গৃহত্যাগ করতে হতে পারে।
কন্যা
সপ্তাহের শুরুতে ধন উপার্জন ভালই হবে। ব্যবসায়ীকে এই সময় ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সম্ভাবনা রয়েছে। ভাইয়ের স্বাস্থ্যের কারণের জন্য দুশ্চিন্তা থাকবে। বন্ধুযোগ শুভ। বন্ধুর সহায়তায় নতুন ব্যবসা শুরু করতে পারেন। সন্তানের ব্যবহারে অসম্মানিত বোধ করতে পারেন।
তুলা
বর্তমান সপ্তাহটি শুভ ফলদায়ক বলা যেতে পারে। পিতামাতার শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। পারিবারিক অশান্তির জন্য গৃহত্যাগ করতে হতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা ধর্মকর্মের মধ্য দিয়ে সময় অতিবাহিত করুন। শ্বশুরকুল হতে বাড়তি অর্থ আপনার হাতে আসতে পারে।
বৃশ্চিক
আসন্ন সপ্তাহটি এই রাশির জন্য খুব শুভ। নতুন কাজের প্রচেষ্টা সফল হবে। গৃহশান্তি ফিরে পাবেন। সপ্তাহের মধ্যভাগে নতুন সম্পদ লাভের ফল লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ। উচ্চশিক্ষার জন্য প্রবেশিকা পরীক্ষায় ভাল ফল লাভ করতে পারবে।
ধনু
ব্যবসায়ীরা এই সময় নতুন ব্যবসার জন্য বিনিয়োগ করবেন না। তবে চাকরিজীবীদের কর্মোন্নতি হতে পারে। বিলাসিতার জন্য সঞ্চিত অর্থ খরচ হতে পারে। স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বাড়তি সাফল্য লাভ করতে পারবেন। নব-বিবাহিতদের বিবাহিত জীবন সুখের হবে।
মকর
সপ্তাহের প্রথমদিকে কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা বিনিয়োগের আগে সুপরামর্শদাতার পরামর্শ অবশ্যই নেবেন। সাংবাদিক, সাহিত্যিকদের জন্য এই সময়টি শুভ। সামাজিক কাজের মধ্য দিয়ে আপনার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পথে-ঘাটে সাবধানতা অবলম্বন করুন।
কুম্ভ
কর্মক্ষেত্রে পদোন্নতিতে বাধা-বিঘ্ন থাকলেও সব কাটিয়ে আপনি সফলতা লাভ করবেন। অবিবাহিতদের বিবাহযোগ বিদ্যমান। ব্যবসায়ীদের আর্থিক অবস্থা ভাল থাকলেও বিলাসিতায় অতিরিক্ত অর্থ ব্যয় না করাই শ্রেয়। এই সময় জাতক-জাতিকাদের চোখের সমস্যা হতে পারে।
মীন
বর্তমান সময়ে এই রাশির জাতক-জাতিকাদের শরীর খুব একটা ভাল থাকবে না। খাওয়া-দাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন। কর্মক্ষেত্রে ব্যস্ততা কাটানোর জন্য দু-একদিন বাইরে কাটিয়ে আসুন। সপ্তাহের শেষে বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য ঋণ মঞ্জুর হতে পারে। তবে নিজের উপার্জন বুঝে ঋণ নেবেন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll