সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন ভালো-মন্দের মিশেলে গড়া। অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব হয়। জেনে নিন আপনার আজকের রাশিফল।
মেষ রাশি: আজকে নিজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করুন। আশাবাদী হোন। কর্মক্ষেত্রে দায়িত্ববৃদ্ধি হতে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। সন্তানদের পড়াশোনা নিয়ে অহেতুক চিন্তা করবেন না। বিবাহিত জীবন সুখকর হবে।
বৃষ রাশি: আজকের দিনে যেমন চিন্তা-ভাবনা করবেন তেমন ফল পাবেন। ইতিবাচ চিন্তা করলে ভালো ফল মিলবে। নিজের প্রতি যত্নবান হোন। শান্ত থাকুন, অযথা চিন্তা করবেন না।
মিথুন রাশি: সমাজের উচ্চস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক হোন। ভালো ফল পেতে পরিশ্রম করুন। নিজের জন্য সময় বার করুন। পরিবারে সুখ বজায় থাকবে।
কর্কট রাশি: দীর্ঘ সময় ধরে চলা চাপ থেকে পরিত্রাণ পাবেন। প্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় হতে পারে। তবে বাজে খরচ করবেন না। পেশাক্ষেত্রে দিনটি ভালোই যাবে। স্বাস্থ্যও ভালো থাকবে।
সিংহ রাশি: ঋণ নিলে তা যে-কোনও উপায়ে পরিশোধ করতে হবে। যা আপনার অর্থনৈতিক অবস্থা নড়বড়ে করতে পারে। কর্মক্ষেত্রে চাপ থাকবে। স্ত্রীর সঙ্গে ঝগড়া হতে পারে। মূল্যবান উপহার পেতে পারেন।
কন্যা রাশি: আজকে না বলতে শিখুন। কাজে মনযোগ দিন। স্বাস্থ্য ঠিকই থাকবে। তবে কোথাও ভ্রমণ করলে শরীর একটু খারাপ হতে পারে। একাধিক উৎস থেকে আয়ের সম্ভাবনা রয়েছে। দিনের শেষে পরিবারের সঙ্গে সময় কাটান।
তুলা রাশি: আজ বাজে খরচা করবেন না। কর্মক্ষেত্রে কিছু সমস্যার মুখে পড়তে পারেন। ব্যবসার জন্য দিন সাধারণ। স্বাস্থ্য ভালোই থাকবে। আপনার বিরুদ্ধে পরিবারে সময় না দেওয়ার অভিযোগ উঠতে পারে।
বৃশ্চিক রাশি: বন্ধু-বান্ধবদের সঙ্গে ভালো দিন কাটবে। তবে মদ্যপান এড়িয়ে চলুন। কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। স্ত্রী বা প্রেমিকাকে সময় দিন। পেশাগত দিক থেকে দিনটি ভালোই যাবে।
ধনু রাশি: কাজের প্রতি দায়িত্ববান হোন। পুরনো কোনও ভুলের খেসারত দিতে হতে পারে। দিনের শেষে স্ত্রীর সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনা ফলপ্রসূ হতে পারে। স্বাস্থ্যের প্রতিযত্ন বান হোন। বিবাহিত জীবন সুখের হবে।
মকর রাশি: আজকে অতিরিক্ত চিন্তা করবেন না। একসঙ্গে অনেকগুলি কাজ করবেন না। ছোট ছোট পদক্ষেপে এগিয়ে চলুন। আপনার স্ত্রী বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাবেন। যা আপনাকে হতাশ করবে। পরিবারে সুখ থাকবে।
কুম্ভ রাশি: স্বাস্থ্য খারাপ হতে পারে। কোনও ঋণের আবেদন মঞ্জুর হতে পারে। অফিসে অতিরিক্ত সময় থাকবে হবে। যার ফলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হতে পারে। অর্থনৈতিক অবস্থা মজবুত হবে।
মীন রাশি: আজকে তাড়াহুড়ো করবেন না। কাজে মনোযোগ দিন। স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটবে। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। দিনটি ভালোই কাটবে।
