shono
Advertisement

জানেন, কোন দেশে একাধিক বিবাহ করতে পারেন হিন্দু নাগরিকরা?

অনেক দেশেই বহুবিবাহ আইনত দণ্ডনীয়। The post জানেন, কোন দেশে একাধিক বিবাহ করতে পারেন হিন্দু নাগরিকরা? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:49 PM Aug 16, 2017Updated: 03:19 PM Aug 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের অনেক দেশেই বহুবিবাহ আইনত দণ্ডনীয়। তবে মুসলিম প্রধান দেশগুলিতে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে আজও একাধিক বিয়ে করার রীতি প্রচলিত। বাংলাদেশের হিন্দু নাগরিকদেরও নাকি আইনত বহুবিবাহ করার অধিকার রয়েছে। এমনটাই জানা গিয়েছে মার্কিন সরকারের প্রকাশিত একটি রিপোর্টে।

Advertisement

[মেয়েদের সম্মান বাঁচাতে এবার আসরে ‘বিপত্তারিণী ব্লুটুথ’]

মঙ্গলবার ‘ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম রিপোর্ট ফর ২০১৬’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশিত হয় ওয়াশিংটনে। সেখানে বিভিন্ন দেশের বিবাহ আইন খতিয়ে দেখেন বিশেষজ্ঞরা। তারপর প্রকাশ করা হয় ওই রিপোর্ট। সেখানে বলা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য প্রযোজ্য আইন ও ভারতের সংখ্যালঘুদের আইনের মধ্যে সাদৃশ্য রয়েছে। ওই আইনেই সে দেশের হিন্দু নাগরিকদের একাধিক বিবাহ করার অধিকার দেওয়া হয়েছে। তবে ওই আইনে বিবাহবিচ্ছেদের কোনও উল্লেখ নেই। এছাড়াও বিচ্ছেদের পর পুনরায় বিবাহ করার বিষয়েও সেখানে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

তবে খোদ বাংলাদেশেই ওই আইনের বিরুদ্ধে জোরাল হয়েছে প্রতিবাদ। ‘মানুষের জন্য ফাউন্ডেশন’, ‘আইন ও সালিশ কেন্দ্র’, ‘বাংলাদেশ মহিলা পরিষদ’-সহ বিভিন্ন সমাজসেবী সংগঠন ওই আইনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে। পরিসংখ্যান বলছে, প্রায় ২৬.৭ শতাংশ হিন্দু পুরুষ ও ২৯.২ শতাংশ নারী ওই আইনের জন্যই বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে পারছেন না। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানেও আইনের গেরোয় হেনস্তার শিকার হচ্ছে সংখ্যালঘুরা। সে দেশে আইনসিদ্ধভাবে বিবাহ করতে পারেন না হিন্দুরা।

[স্তনের সৌন্দর্যেই বাজিমাত, ১১ জনকে টেক্কা দিয়ে সেরা এই চিনা সুন্দরী]

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মতো ইসলামপন্থী দেশগুলিতে জনসংখ্যার বিস্ফোরণের একটি প্রধান কারণ হচ্ছে বহুবিবাহ প্রথা। এছাড়াও সংখ্যালঘুদের জন্য নির্দিষ্ট কোনও বিবাহ সম্পর্কিত আইন না থাকায় তাদের হেনস্তার মুখে পড়তে হয় বলেও অভিযোগ উঠছে।

The post জানেন, কোন দেশে একাধিক বিবাহ করতে পারেন হিন্দু নাগরিকরা? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement