shono
Advertisement

মানবিকতার নজির, মূক-বধির মহিলার পাশে দাঁড়ালেন অসহায় দম্পতি

মানুষ মানুষেরই জন্যে! The post মানবিকতার নজির, মূক-বধির মহিলার পাশে দাঁড়ালেন অসহায় দম্পতি appeared first on Sangbad Pratidin.
Posted: 10:47 AM Sep 08, 2018Updated: 10:47 AM Sep 08, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ”জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর”৷ স্বামীজীর কথা তাঁরা জানেন কিনা তা জানা নেই৷ কারণ, তাঁরা হত দরিদ্র৷ শিক্ষার সঙ্গে দূর-দূরান্তের কোনও যোগ নেই৷ তাঁদের নেই মাথার উপর ছাদ৷ তবে রয়েছে মন৷ রয়েছে মনুষ্যত্ব৷ রয়েছে মানবিকতা৷ তাই তো নিজেরা সহায়-সম্বলহীন হওয়া সত্ত্বেও নির্ধিদায় আরও একজন অসহায়কে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন তাঁরা৷ সৃষ্টি করতে পারেন নজির৷

Advertisement

[ফের উত্তপ্ত উপত্যকা, সেনার গুলিতে নিকেশ জঙ্গি]

ঘোর কলিতে এমনই মানবিকতার রূপ দেখল শিমলার ধামেচি গ্রাম৷ জানা গিয়েছে, ওই গ্রামে দীর্ঘ ২৫ বছর ধরে বাস করেন মূক-বধির এক মহিলা৷ তাঁর একটি বছর উনিশের ছেলেও ছিল৷ কিন্তু ভাগ্যের ফেরে তাঁরও মৃত্যু হয়েছে৷ বলতে গেলে বর্তমানে ওই মূক-বধির মহিলার কেউ নেই৷ কার্যত একাকী দিন কাটান সন্তানহীন মহিলা৷ এবার ওই মহিলারই পাশে দাঁড়ালেন আরও দুই অসহায় ব্যক্তি৷ ওই মহিলাকে দেখভালের দায়িত্ব নিলেন এক বৃদ্ধ দম্পতি৷ যাঁদের নিজেদেরই মাথা গোজার কোনও ঠাঁই নেই৷ মাথার উপর কোনও ছাদ নেই৷ কোনওক্রমে নিজেদের পেট চালানোর মতোও খাবার জোগান করেন তাঁরা৷ এবার তাঁরাই দেখাশোনা করবেন ওই মহিলার৷

[ধারা ৩৫এ-র পক্ষে সওয়াল, জম্মু-কাশ্মীরের পুরভোট বয়কট এসপি-পিডিপির]

সংবাদমাধ্যম সূত্রে ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়৷ দাবি ওঠে, এদের তিন জনের যথাযথ দেখভালের ব্যবস্থা করুক হিমাচল প্রদেশ সরকার৷ ঘটনাটি জানতে পারেন রাজ্যের সামাজিক অধিকার ও পরিবেশ দপ্তরের মন্ত্রী রাজীব সেহজল৷ তৎপর হন তিনি৷ জানান, অসহায় মানুষগুলিকে সাহায্য করবে সরকার৷ তাঁদের বাসস্থান ও দেখাশোনার যথাযথ ব্যবস্থা করা হবে৷

The post মানবিকতার নজির, মূক-বধির মহিলার পাশে দাঁড়ালেন অসহায় দম্পতি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement