shono
Advertisement

Breaking News

শচীনের একশো সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবেন কোহলি? শাস্ত্রী দিলেন মোক্ষম জবাব

শাস্ত্রীর অনুমান, আরও ৫-৬ বছর ক্রিকেট খেলবেন কোহলি।
Posted: 09:52 AM Mar 25, 2023Updated: 09:52 AM Mar 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) একশো সেঞ্চুরির রেকর্ড কি ভাঙতে পারবেন বিরাট কোহলি (Virat Kohli)?

Advertisement

এই মুহূর্তে কোহলির আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যা ৭৫। ওয়াঘার ওপার থেকে প্রাক্তন পাক ক্রিকেটাররা একশোয় একশো করার জন্য পরামর্শ দিচ্ছেন কোহলিকে। জাতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) বলছেন, আরও পাঁচ-ছয় বছর ক্রিকেট খেলবেন কোহলি। একশো সেঞ্চুরি করার সুযোগ রয়েছে কোহলির সামনে তবে একশোটা সেঞ্চুরি তিনি করতে পারবেন কিনা সেই ব্যাপারে অবশ্য কিছু বলেননি শাস্ত্রী। 

[আরও পড়ুন: মোহনবাগান সচিবের বিরুদ্ধে অভিযোগ ইস্টবেঙ্গলের, পালটা দিলেন দেবাশিস দত্ত]

 

ভারতের প্রাক্তন হেড কোচ বলছেন, ”ক’জন প্লেয়ার ১০০টা সেঞ্চুরি করেছে? মাত্র একটা। ফলে বিরাট যদি সেই মাইলস্টোন অতিক্রমও করে, তাহলেও সেটা বড় ব্যাপার হবে। আরও ক্রিকেট রয়েছে ওর মধ্যে। এখনও দারুণ ফিট কোহলি। বিরাটের মতো খেলোয়াড় যখন সেঞ্চুরি করতে শুরু করে, তখন একটার পর একটা সেঞ্চুরি আসতেই থাকে। ১৫টি ম্যাচের মধ্যে ৭টি সেঞ্চুরি করছে বিরাট। বিরাট এখনও ৫-৬ বছর ক্রিকেট খেলতে পারবে। তবে একশোটা সেঞ্চুরির মালিক কেবল একজন, এ কল্পনার অতীত। সেই কারণেই বলছি, বিরাট যদি ওর কাছাকাছি পৌঁছতেও পারে, তাহলেও তা বড় ব্যাপার হবে।”

[আরও পড়ুন: ‘সূর্য আবার উঠবে’, ওয়ানডেতে ব্যর্থ সূর্যকুমারের পাশে যুবরাজ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement