shono
Advertisement

Breaking News

নববর্ষে ঐতিহ্য, বাঙালিয়ানা আর আধুনিকতার মিশেলেই হয়ে উঠুন অনন্যা

নতুন বছরকে বরণ করার দিনে কীভাবে সাজবেন? রইল টিপস৷
Posted: 04:48 AM Apr 14, 2022Updated: 05:55 PM Apr 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছরের আর পাঁচটা দিন যতই জিনস, টি-শার্টে কাটুক না কেন, এই একটা মাত্র দিনই সাজগোজ থেকে খাওয়াদাওয়া সবেতেই বাঙালি হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা৷ বাঙালি সাজ, খাওয়াদাওয়া, পুজো, হালখাতা এই সবই যেন নববর্ষের পরিপূরক৷ কিন্তু একটা শাড়ি এবং তার সঙ্গে কিছু গয়না পরে ফেললেই তো আর হল না, বরং এমন কিছু পরতে হবে যাতে আদর্শ বাঙালি তন্বীর পাশাপাশি আপনি হয়ে উঠতে পারেন ফ্যাশনিয়েস্তা৷

Advertisement

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন সোমবার৷ বছরের আর পাঁচটা দিন অফিসের ব্যস্ততায় যতই কাটুক না কেন, পয়লা বৈশাখের দিনটা হোক একটু অন্যরকম৷ অফিস ছুটি৷ তার উপর আবার বছরের প্রথম দিন৷ নিশ্চয়ই ভেবেছেন মন্দিরে যাবেন? কিন্তু এখনও কী পরবেন ঠিক করেননি, তাই তো? চিন্তা নেই৷ সকালের সাজে থাক সাদা-লালের ছোঁয়া৷ সুতির কোনও শাড়িতে হয়ে উঠুন মোহময়ী৷ সঙ্গে গয়নায় থাক আভিজাত্যের ছোঁয়া৷ অনেকেই এই বিশেষ দিনে সোনার গয়না পরতে পছন্দ করেন৷ পরতেই পারেন হালকা সোনার গয়না৷ লম্বা চুল হলে, তা খুলে রাখাই ভাল৷ এক্কেবারে বাঙালি তন্বী সেজে চলে যান মন্দিরে৷ বছরের শুরুতে এই সাজে অনেককেই আপনি ভুলিয়ে দিতেও পারেন।

[আরও পড়ুন: কফি-লেবুর গুণে মেদ কমবে ঝটপট, রইল রোগা হওয়ার সহজ উপায়]

বিকেলের দিকে নিশ্চয়ই আপনার কোথাও যাওয়ার পরিকল্পনা রয়েছে? কোথায় যাওয়ার পরিকল্পনা থাকলে, বিকেলের জন্য বেছে নিন সুতি অথবা লিনেন শাড়ি৷ তবে ব্লাউজে থাক আধুনিকতার ছোঁয়া৷ পিঠে আঁকা ব্লাউজই এখন ফ্যাশনে ইন৷ কোনও ব্লাউজের পিঠে রয়েছে লক্ষ্মীপেঁচা, আবারও কোনটাতে থাকুক রবি ঠাকুরের লেখা কবিতা৷

শাড়ি-ব্লাউজ তো নয় হল৷ এতেই তো আর সাজ সম্পূর্ণ হয় না৷ মানানসই গয়না ছাড়া যে সাজটাই মাটি৷ তাই শাড়ি-ব্লাউজের সঙ্গে সাজেও থাক বাঙালিয়ানার স্পর্শ৷ কড়ির কিংবা হাল ফ্যাশনের গামছা দিয়ে তৈরি গয়না পরুন৷ বাজার ছেয়ে গিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কিংবা বৈশাখকে স্বাগত জানানোর বার্তা দেওয়া গয়নাগাটি৷ তাও পরতেই পারেন৷ এই সাজের মাধ্যমে বৈশাখের বিকেলে আপনি প্রশংসা কুড়োতে বাধ্য৷ সঙ্গে চুলে থাক ফুলের উপস্থিতি৷ হাত খোঁপা করে এক কোণে কিংবা গোটা খোঁপাতেই লাগাতে পারেন ফুল৷ 


কীভাবে সাজবেন, তা তো বুঝতে পারলেন৷ এবার অপেক্ষা নির্দিষ্ট সময়মতো তৈরি হওয়ার৷ নতুন রূপে সেজে ওঠার। বৈশাখের শুরুতে সাজগোজের জন্য অন্যান্য মহিলাদের কাছে হয়ে উঠুন ঈর্ষার পাত্রী৷

[আরও পড়ুন: রোদে পুড়ে জেল্লা হারাচ্ছে ত্বক? এবার ঘরোয়া সানস্ক্রিনেই দূর করুন সমস্যা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement