shono
Advertisement

তলবে সাড়া, নির্ধারিত সময়ের আগে দিল্লির ইডি দপ্তরে সিউড়ি থানার আইসি

একাধিক নথিপত্র হাতে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কাছে পৌঁছন তিনি।
Posted: 10:59 AM Mar 25, 2023Updated: 11:04 AM Mar 25, 2023

সোমনাথ রায়, নয়াদিল্লি: ইডি’র তলবে সাড়া। নির্ধারিত সময়ের আগে দিল্লিতে ইডি দপ্তরে পৌঁছলেন সিউড়ি থানার আইসি মহম্মদ আলি। একাধিক নথিপত্র হাতে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কাছে পৌঁছন তিনি।

Advertisement

কয়লা ও গরু – জোড়া পাচার মামলাতেই জড়িত তিনি। অনুব্রত মণ্ডল, সায়গল হোসেনের এই অবৈধ পাচার প্রক্রিয়ায় মোটা টাকার বিনিময়ে তিনি চুপ করে থাকতেন, এই অভিযোগ উঠেছে আলির বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, গত কয়েকমাসে অনুব্রত মণ্ডলের মামলা চালানোর খরচও জুগিয়েছিলেন আইসি মহম্মদ আলি।

[আরও পড়ুন: রাহুলের সাজা হওয়ার পরই ফিরল ৪৫ বছর পুরনো স্মৃতি, ঠাকুরমা ইন্দিরাও গিয়েছিলেন জেলে]

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। তিনি হাজিরাও দিয়েছিলেন। পাশাপাশি, বৃহস্পতিবার আসানসোলের জেল সুপার কৃপাময় নন্দীকে তলব করেছিল ইডি। তাঁকে ৫ এপ্রিল দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। অনুব্রত মণ্ডল যে সময় আসানসোল জেলে ছিলেন, সেই সময়ের কী কী ঘটেছিল, সেসব নিয়ে তাঁকে প্রশ্ন করা হতে পারে।

[আরও পড়ুন: ‘খোঁজখবর রাখিস, মেয়েটা একা আছে’, অনুব্রতকন্যার দিকে নজর রাখার পরামর্শ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement