shono
Advertisement

ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে আহমেদাবাদের গ্যালারিতে থাকবেন ধোনি? মিলল উত্তর

ম্যাচ দেখতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Posted: 05:43 PM Nov 17, 2023Updated: 07:25 PM Nov 17, 2023

অরিঞ্জয় বোস: ১২ বছর আগে তাঁর হাত ধরেই বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল ভারত। নুয়ান কুলশেখরার বল লং অনের উপর দিয়ে গ্যালারির দিকে উড়িয়ে দিয়েছিলেন। কয়েক সেকেন্ড স্থির চোখে তাকিয়েছিলেন, বলটা দর্শকদের ভিড়ে হারিয়ে যাওয়া পর্যন্ত। তার পরই ইতিহাস। ২৮ বছর অপেক্ষার পর ফের বিশ্বসেরার শিরোপা উঠেছিল ভারতের মাথায়। এক যুগ পরে ফের বিশ্বজয়ের সন্ধিক্ষণে ভারত। আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে নামছে রোহিত ব্রিগেড। ভুবনজয়ের মুহূর্তে কি স্টেডিয়ামে থাকবেন ১২ বছর আগের নায়ক? 

Advertisement

বিশ্বকাপের (ICC World Cup 2023) একটি ম্যাচেও দর্শকাসনে দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। আলমোড়ায় ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। গ্রামবাসীদের সঙ্গে ছবি তুলছেন, বয়স্কদের প্রণাম করে আশীর্বাদ চাইছেন। ভাইরাল হচ্ছে ক্যাপ্টেন কুলের একাধিক ভিডিও। কিন্তু বিশ্বকাপ, মেগা টুর্নামেন্টে ভারতের দাপট নিয়ে একটা শব্দও খরচ করতে দেখা যায়নি তাঁকে। যদিও ফাইনাল দেখার জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে মাহিকে। বিশ্বকাপজয়ী দুই অধিনায়ক-কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি স্টেডিয়ামে বসে খেলা দেখবেন, সেরকমটাই পরিকল্পনা রয়েছে।  

[আরও পড়ুন: ‘জার্সি পেলে এই বয়সেও লড়ে যেতে পারব’, বাভুমাদের হারে ক্ষুব্ধ ইমরান তাহির]

শুধু ধোনি নয়, রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচে বসবে চাঁদের হাট। থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমন্ত্রণ জানানো হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজকে। উপস্থিত থাকার কথা আট রাজ্যের মুখ্যমন্ত্রীর। রোহিত-বিরাট-শামিদের লড়াইয়ের সাক্ষী থাকতে হাজির হতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসকে। 

কিন্তু ধোনি কি আসবেন? সূত্রের খবর, রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে থাকবেন না ক্যাপ্টেন কুল। আলমোড়া থেকে নিজের রাঁচির বাড়িতে ফিরে এসেছেন ধোনি। কিন্তু আমন্ত্রণ থাকা সত্ত্বেও তিনি ফাইনাল দেখতে যাবেন না। 

[আরও পড়ুন: ‘সেলফিশ’ তকমা থেকে ‘বিরাট বন্দনা’! পালটি খেয়ে ব্যাপক ট্রোল হলেন মহম্মদ হাফিজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement