shono
Advertisement

‘ক্ষমতায় এলে অপরাধীদের এনকাউন্টার’, ফের বিস্ফোরক মন্তব্য দুই বিজেপি নেতার

দুই বিজেপি নেতার এনকাউন্টারের হুঁশিয়ারি ঘিরে উঠেছে সমালোচনার ঝড়৷ The post ‘ক্ষমতায় এলে অপরাধীদের এনকাউন্টার’, ফের বিস্ফোরক মন্তব্য দুই বিজেপি নেতার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:29 PM Jun 24, 2019Updated: 06:29 PM Jun 24, 2019

টিটুন মল্লিক ও নবেন্দু ঘোষ: একদিকে সায়ন্তন বসু, অন্যদিকে রাজু বন্দ্যোপাধ্যায়৷ একই দিনে এনকাউন্টারের হুমকি দিলেন রাজ্য বিজেপির দুই শীর্ষ নেতা৷ সোমবার বসিরহাট ও বাঁকুড়ায় পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযানে যোগ দিয়ে এরাজ্যে ‘উত্তরপ্রদেশ মডেল’ প্রয়োগের হুঁশিয়ারি দিলেন সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়৷ শাসকদলের বিরুদ্ধে কাটমানি তোলার অভিযোগে সরব হলেন তাঁরা৷ আত্মবিশ্বাসের সুরে জানালেন, এরাজ্যে বিজেপির ক্ষমতায় আসা কেবল সময়ের অপেক্ষা৷

Advertisement

[ আরও পড়ুন: তৃণমূল বিধায়কের বাড়িতে সালিশি সভায় গন্ডগোল, ছুরির আঘাতে গুরুতর জখম যুবক]

বিজেপি কর্মীদের উপর পুলিশ ও শাসকদলের অত্যাচারের অভিযোগ তুলে সোমবার রাজ্যজুড়ে পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযানের ডাক দিয়েছে বিজেপি৷ সেই কর্মসূচিতে যোগ দিতেই এদিন বসিরহাটে যান লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী সায়ন্তন বসু৷ হুঁশিয়ারির সুরে তিনি জানান, ‘‘বিজেপি ক্ষমতায় এলে অপরাধীরা কোনও ভাবেই নিস্তার পাবে না৷ হয় তাদের গ্রেপ্তার করা হবে৷ নয়ত তারা পালানোর চেষ্টা করলে উত্তরপ্রদেশ মডেলে এনকাউন্টার করা হবে৷ এছাড়া আর কোনও রাস্তা নেই৷’’

এখানেই শেষ নয়, এদিন সন্দেশখালি নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক৷ অভিযোগ করেন, সরকার চাইলেই সন্দেশখালির ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারে৷ কিন্তু সরকার তা করছে না৷ বরং রাজ্যে একের পর এক বিজেপি কর্মীর উপর হামলার ঘটনা ঘটছে৷ কাটমানি ইস্যুতেও এদিন শাসকদলের বিরুদ্ধে সুর চড়ান সায়ন্তন বসু৷ দাবি করেন, কাটমানির ৭৫ শতাংশ টাকা কালীঘাটে পাঠান তৃণমূল নেতারা৷

[ আরও পড়ুন: বাড়ির পাশ থেকে বৃৃদ্ধের গলাকাটা দেহ উদ্ধার, খুনের কারণ নিয়ে ধোঁয়াশা ]

সোমবার দুপুরে একই হুমকির পুনরাবৃত্তি শোনা গিয়েছে বাঁকুড়ায়৷ সেখানেও ‘উত্তরপ্রদেশ মডেল’ প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায়৷ শাসকদলের বিরুদ্ধে গুন্ডারাজ চালানো ও কাটমানি তোলার অভিযোগ করে তিনি জানান, ‘‘আপনারা উত্তরপ্রদেশ মডেল দেখুন৷ শুধরানোর হলে শুধরে যান৷ ক্ষমতায় এলে আমরা কিন্তু কিছু দেখব না৷ আমরা পুলিশকে বলব অপরাধীদের শাস্তি দিতে৷ প্রয়োজনে এনকাউন্টার করতে৷’’ শীর্ষ দুই বিজেপি নেতার এনকাউন্টারের হুঁশিয়ারিতে স্বভাবতই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে৷

The post ‘ক্ষমতায় এলে অপরাধীদের এনকাউন্টার’, ফের বিস্ফোরক মন্তব্য দুই বিজেপি নেতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement