সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল। বিশ্রাম দেওয়া হল মহম্মদ শামি ও জাদেজাকে। হালকা চোট আছে বরুণ চক্রবর্তীর। সেই জায়গায় এলেন ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব ও অর্শদীপ সিং। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে দলের বিভিন্ন কম্বিনেশন ঝালিয়ে দেখতে চায় টিম ইন্ডিয়া। টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
তিন ম্যাচের সিরিজ কটকেই জিতে নিয়েছেন রোহিতরা। ফলে আহমেদাবাদের ম্যাচ আসলে নিয়মরক্ষার। যদিও নজরে রয়েছে বেশ কয়েকটি বিষয়। ইংল্যান্ডকে চুনকাম করার সুযোগ সামনে রয়েছে। তবে মূল নজর অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে এটাই শেষ ম্যাচ। মূলত সেটার দিকে তাকিয়েই একাধিক বদল করা হয়েছে বলে মনে করা হচ্ছে। যেমন শামি-জাদেজাকে বিশ্রাম দেওয়া হল। সেই জায়গায় এলেন অর্শদীপ সিং ও সুন্দর। হর্ষিত রানাও থাকছেন দলে। ফলে তরুণ পেস বিভাগকে আইসিসি টুর্নামেন্টের জন্য প্রস্তুত করে রাখাই উদ্দেশ্য।
টসের সময় রোহিত শর্মা জানিয়েছেন, বরুণ চক্রবর্তীর হালকা চোট রয়েছে। তবে চিন্তার কিছু নেই। সেই জায়গায় খেলবেন কুলদীপ যাদব। প্রথম ম্যাচে তাঁকে খেলানোর পরই 'বিশ্রাম' দেওয়া হয়। এমনিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে একাধিক স্পিনার রয়েছেন। ফলে নিয়মরক্ষার ম্যাচে তাঁকে আরও একবার দেখে নেওয়ার সুযোগ থাকছে গম্ভীরের কাছে।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। এই সিরিজের তিনটি ম্যাচেই টসে জিতলেন তিনি। সিরিজের দুটো ম্যাচে প্রথমে ব্যাট করেছে ইংল্যান্ড। রান তাড়া করে জিতেছে ভারত। সেখানে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে পেয়ে নতুন পরীক্ষাতেও বসতে পারবেন রোহিতরা। যদিও তথ্য বলছে, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলই বেশি জয় পেয়েছে।
