সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার আট্টারি সীমান্তে উচ্চতম তেরঙ্গা ওড়াল ভারত৷ এখন থেকে ৩৬০ ফুট উঁচু এই পতাকাটি পাকিস্তানের লাহোর থেকেও স্পষ্ট দেখা যাবে৷
১১০ মিটার উঁচু মাস্তুলের উপর ১২০ ফুট উঁচু এই পতাকা প্রায় ৮০ ফুট চওড়া৷ শুধু স্তম্ভেরই ওজন ৫৫ টন৷ পাঞ্জাব সরকার এই পতাকাটি তৈরি করতে সাড়ে ৩ কোটি টাকা খরচ করেছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷
এতদিন দেশের উচ্চতম পতাকাটি শোভা পেত ঝাড়খন্ডের রাঁচিতে৷ ২৯৩ ফুট উঁচু ওই তেরঙ্গা এখন উচ্চতার দিক থেকে দ্বিতীয় স্থানে চলে গেল৷ নয়া উচ্চতম পতাকা দেখতে আট্টারি-ওয়াঘা সীমান্তে পর্যটকরা ভিড় করবেন বলে আশা প্রশাসনের৷
কিন্তু আশ্চর্যের বিষয় হল, পাকিস্তান এই পতাকা নিয়ে ঘোরতর অসন্তুষ্ট৷ আন্তর্জাতিক সীমান্ত বরাবর এত উঁচু পতাকা ওড়ানোয় আপত্তি তুলেছে ইসলামাবাদ৷ শুধু তাই নয়, ইতিমধ্যে পাক রেঞ্জার্সরা তাদের এই আপত্তি জানিয়েছে বিএসএফকে৷ পাকিস্তানের তরফে বিএসএফকে অনুরোধ করা হয়েছে, এই পতাকা অন্যত্র কোথাও ইনস্টল করতে৷
ইসলামাবাদের অভিযোগ, ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো ওই পতাকায় স্পাই ক্যামেরা লাগিয়ে পাকিস্তানের উপর নজরদারি চালাতে পারে৷ এভাবে আন্তর্জাতিক সীমান্তে উঁচু পতাকা লাগানো দুই দেশের মধ্যে শান্তি চুক্তি বিঘ্নিত করতে পারে বলেও আগাম সতর্ক করেছে পাকিস্তান৷
যদিও নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত শুরু হওয়ার প্রায় ২০০ মিটার আগে এই পতাকাটি লাগানো হয়েছে যেটি সম্পূর্ণভাবে ভারতীয় ভূখণ্ড৷ যা কোনওভাবেই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে না৷ পতাকাটি উত্তোলন করে পাঞ্জাব সরকারের মন্ত্রী অনিল জোশি বলেছেন, “দেশের মাটিতে তেরঙ্গা ওড়াতে আমাদের কেউ আটকাতে পারবে না৷”
The post সীমান্তে উচ্চতম তেরঙ্গা ওড়াল ভারত, ‘চরবৃত্তি’ মনে করছে পাকিস্তান appeared first on Sangbad Pratidin.