সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপে প্রবেশের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত, বিবৃতি দিয়ে এ কথা স্বীকার করে নিল চিনও৷ কিন্তু মচকালেও ভাঙতে নারাজ চিন৷ এখনও এলিট নিউক্লিয়ার গ্রুপে নয়াদিল্লির সদস্যপদের কট্টর বিরোধী বেজিং৷ তাদের নয়া যুক্তি, এতে ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু ভারসাম্য নষ্ট হবে!
নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে ভারত প্রবেশ করলে দক্ষিণ এশিয়ার আকাশে অশান্তির মেঘ জমতে পারে৷ চিনের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’-এ এই খবর প্রকাশিত হয়েছে৷ যদিও বেজিং এ কথাও বলেছে, ভারত সমস্ত নিয়ম মেনে এলিট ক্লাবে প্রবেশ করলে চিনের আপত্তি নেই৷
চিনা প্রতিবেদনে প্রকাশ, এনএসজি সদস্যপদ পেতে ভারত আর মাত্র কয়েক কদম দূরে৷ আমেরিকা, সুইজারল্যান্ড, মেক্সিকোর সমর্থন পেয়ে এলিট গ্রুপে ঢোকা এখন সময়ের অপেক্ষা৷ বেজিংয়ের দাবি, নিয়ম মেনে ওই গ্রুপে ভারত ঢুকলে চিনের আপত্তি নেই৷ পাশাপাশি ভারত এনএসজি সদস্যপদ পেলে যে পাকিস্তানের ‘অন্তরাত্মা’ কেঁপে যাবে, সে কথাও মেনে নিয়েছে বেজিং৷
The post পরমাণু ক্লাবের দোরগোড়ায় ভারত, মেনে নিল চিনও appeared first on Sangbad Pratidin.