সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউন উঠে যাওয়ার পর থেকেই দেশে প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। ব্যতিক্রম হল না রবিবারও। একদিনেই প্রায় দশ হাজার জন আক্রান্ত হলেন করোনায় (COVID-19)। ফলে করোনা সংক্রমণের নিরিখে এবার বিশ্বের পঞ্চম স্থানে উঠে এল ভারত। মাত্র ৪৮ ঘন্টার ব্যবধানে টপকে গেল ইটালি এবং স্পেনকে।
[আরও পড়ুন: লকডাউনে নেই চাকরি, পেটের দায়ে ১০০ দিনের কাজ করছেন উত্তরপ্রদেশের শিক্ষিত বেকাররা]
‘আনলক’ শুরুর পর থেকে দেশে করোনা সংক্রমণের গতি শুধু উদ্বেগজনক বললে ভুল হবে। তা রীতিমতো আশঙ্কাজনক। শনিবারই করোনা সংক্রমণের নিরিখে নতুন রেকর্ড করেছিল ভারত। রবিবার সেই রেকর্ডও গেল ভেঙে। রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৭১ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৪৬ হাজার ৬২৮ জন। এদের মধ্যে আপাতত চিকিৎসাধীন ১ লক্ষ ২০ হাজার ৪০৬ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ২৯৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ২৮৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯২৯।
[আরও পড়ুন: সীমান্ত বিবাদ নিয়ে শেষ ভারত-চিন সামরিক বৈঠক, উৎকণ্ঠা বাড়ছে সাউথ ব্লকে]
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের নিরিখে স্পেনকেও টপকে গিয়েছে ভারত। স্পেনের মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪০ হাজারের কাছাকাছি। যার থেকে অনেকটাই বেশি ভারতের সংক্রমণ। আপাতত বিশ্ব করোনা সংক্রমণের নিরিখে ভারতের স্থান পঞ্চম। শুধুমাত্র আমেরিকা, ব্রাজিল, রাশিয়া এবং ব্রিটেন ভারতের রয়েছে ভারতের উপরে। এর মধ্যে ব্রিটেন এবং রাশিয়ার থেকে সংক্রমণের গতি অনেকটাই বেশি ভারতে।
The post একদিনে ফের রেকর্ড, করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে স্পেনকেও টপকে গেল ভারত appeared first on Sangbad Pratidin.