shono
Advertisement

Breaking News

রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ধরাশায়ী করল কোহলিবাহিনী

ভারত – ১৪৪/৮ ইংল্যান্ড – ১৩৯/৬ ৫ রানে জয়ী ভারত সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে মাঠ ছাড়ছেন বুমরাহ। স্কোরবোর্ডে ফুটে উঠেছে ১৪৪ রান। বিদর্ভ স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকা মুখগুলি তখনই ফ্যাকাসে হয়ে গিয়েছিল। ফের এত কম স্কোর? তবে কি নাগপুরেই সিরিজ হাতছাড়া হতে চলেছে টিম ইন্ডিয়ার? টেস্ট আর ওয়ানডে-তে ইংল্যান্ডকে যে দলটা রীতিমতো নাকানি […] The post রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ধরাশায়ী করল কোহলিবাহিনী appeared first on Sangbad Pratidin.
Posted: 10:41 PM Jan 29, 2017Updated: 11:04 AM Jan 30, 2017

ভারত – ১৪৪/৮
ইংল্যান্ড – ১৩৯/৬
৫ রানে জয়ী ভারত

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাট হাতে মাঠ ছাড়ছেন বুমরাহ। স্কোরবোর্ডে ফুটে উঠেছে ১৪৪ রান। বিদর্ভ স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকা মুখগুলি তখনই ফ্যাকাসে হয়ে গিয়েছিল। ফের এত কম স্কোর? তবে কি নাগপুরেই সিরিজ হাতছাড়া হতে চলেছে টিম ইন্ডিয়ার? টেস্ট আর ওয়ানডে-তে ইংল্যান্ডকে যে দলটা রীতিমতো নাকানি চোবানি খাইয়ে ছাড়ল, সেই দল এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারবে? না। কানপুরের পুনরাবৃত্তি ঘটল না। রুদ্ধশ্বাস ম্যাচের শেষ ওভারে পৌঁছে ম্যাচ পকেটে পুরল কোহলি বাহিনী। সৌজন্যে লোকেশ রাহুলের দুরন্ত ব্যাটিং এবং অভিজ্ঞ নেহরার ঝোড়ো বোলিং।

(‘প্রেমের গানের মতো রেডিওতে রোজ দেশাত্মবোধক গান বাজে না কেন?’)

রবিবাসরীয় নাগপুরে ইংল্যান্ডের ব্যাটিংয়ের শুরুতে কানপুরেরই পুনরাবৃত্তি ঘটল। সেই ম্যাচে চহল পরপর দু’বলে দুটি উইকেট তুলে নিয়ে সমর্থকদের জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন। কিন্তু রুট, মর্গ্যানদের মারকুটে ব্যাটিংয়ের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি ভারতের বোলিং৷ এদিনও একই ঘটনা ঘটল। তবে এবার চহলের পরিবর্তে দু’বলে দুটি উইকেটর পাশে লেখা নেহরার নাম। এদিনের পরিশ্রম অবশ্য জলে যায়নি।

(ইন্দোনেশিয়ার প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন সিন্ধু)

টস জিতে প্রথমে কোহলিদের ব্যাট করতে পাঠান মর্গ্যান। এদিনও লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেঁধে ওপেন করলেন কোহলি। ফের ব্যর্থ তিনি। তবে ভাল লড়াই দিলেন রাহুল। ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে লড়াইয়ের মশলা দিয়ে যান। যদিও জর্ডনদের বোলিংয়ের সামনে টিকতে পারেননি ভারতীয় টেল এন্ডাররা। তবে নেহরার তিন এবং বুমরাহের দু উইকেটের দৌলতে শেষ হাসি হাসল টিম ইন্ডিয়াই।কানপুরে হারের পর নাগপুরে জয়। আর এই জয়েই তিন ম্যাচের সিরিজ জিইয়ে রাখল কোহলি অ্যান্ড কোম্পানি।

The post রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে ধরাশায়ী করল কোহলিবাহিনী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement