shono
Advertisement

Breaking News

Uttarakhand

রুদ্রপ্রয়াগে পাহাড়ি পথে ভয়ংকর দুর্ঘটনা, অলকানন্দ নদীতে পড়ল বাস, নিখোঁজ ১১ যাত্রী

এখনও পর্যন্ত ২ যাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে।
Published By: Kishore GhoshPosted: 09:14 AM Jun 26, 2025Updated: 10:36 AM Jun 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে পাহাড়ি পথে ভয়ংকর সড়ক দুর্ঘটনা। স্রোতস্বিনী অলকানন্দ নদীতে পড়ল যাত্রীবাহী বাস। নিখোঁজ ১১ জন যাত্রী। তাঁদের মধ্যে দুই যাত্রীর মৃতদেহ পাওয়া গিয়েছে। বাসটিতে ছিল মোট ১৮ জন যাত্রী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত ৭ বাসযাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটি নদীর সমান্তরাল পথে উপরের দিকে উঠছিল। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এরপর সেটি অলকানন্দী নদীতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসনিক কর্তারাও ঘটনাস্থলে পৌঁছে তদারকি করছেন। প্রশাসনের তরফে অযথা গুজব ছড়াতে বারণ করা হচ্ছে। ঘটনাস্থলের বেশকিছু ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে মানববন্ধন তৈরি করে আহতদের নদীখাত থেকে উপরে তুলে আনা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যে যাত্রীদের উদ্ধার করা গিয়েছে তাঁরা নদীখাতে পড়ার ঠিক আগের মুহূর্তে বাসটি থেকে লাফ দিয়েছিলেন। যাত্রীবাহী বাসটিতে ছিল রাজস্থান এবং গুজরাটের বাসিন্দা দুটি পরিবার। ওই দুই পরিবারের সদস্যরা বাসে চেপে চার ধাম যাত্রার উদ্দেশে রওনা দিয়েছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাসটি নদীর সমান্তরাল পথে উপরের দিকে উঠছিল।
  • প্রশাসনের তরফে অযথা গুজব ছড়াতে বারণ করা হচ্ছে।
Advertisement