পুলিশের চাকরি পেতে পাঁচ কিলোমিটার দৌড়েছিলেন যুবক। কিন্তু দৌড় শেষ হওয়ার পরেই অসুস্থ হয়ে মৃত্যু হল তাঁর! গুজরাটে পুলিশ নিয়োগ প্রক্রিয়ার সময় এই গোটা ঘটনাই ঘটল বছর পঁচিশের সেই যুবকের বাবার সামনে, যিনি নিজে পুলিশ। ভাদোদরায় স্টেট রিজার্ভ পুলিশের সাব-ইন্সপেক্টর পদে রয়েছেন তিনি।
মৃত যুবকের নাম রবিরাজ সিং জাদেজা। তিনি কচ্ছ জেলার বাসিন্দা। গত বছরেও পুলিশের চাকরিতে যোগ দিতে পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু শারীরিক ক্ষমতা যাচাইয়ের পরীক্ষায় পাশ করতে পারেননি। এবারও তিনি পরীক্ষা দেন। পাঁচ কিলোমিটার দৌড় শেষও করেছিলেন। কিন্তু তার পরেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রবিরাজ। সেখানে উপস্থিত চিকিৎসকেরা তাঁর প্রাথমিক চিকিৎসা করেন। হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই রবিরাজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে পুলিশে নিয়োগের ব্যবস্থা। অনেকের প্রশ্ন, কেন সেখানে পর্যাপ্ত ব্যবস্থা থাকে না? চোখের সামনে কেউ অসুস্থ হয়ে পড়ার পরেও কেন বাঁচানো গেল না রবিরাজকে? যদিও গুজরাট পুলিশের বক্তব্য, সেখানে সব রকম মেডিক্যাল ব্যবস্থা ছিল। অ্যাম্বুল্যান্স রাখা ছিল। রবিরাজ অসুস্থ হয়ে পড়ার পরেই তাঁর প্রাথমিক চিকিৎসা হয়। হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনার পরেই পুলিশে চাকরির পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। রবিরাজের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তার রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
