shono
Advertisement
Rajasthan

রং লাগাতে না দেওয়ায় মারধর, শ্বাসরোধ করে খুন যুবককে!

তিন অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে অবরোধ করা হয় জাতীয় সড়ক।
Published By: Biswadip DeyPosted: 09:21 PM Mar 13, 2025Updated: 09:21 PM Mar 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পেরতেই দোল। এবার একই দিনে ভারতজুড়ে পালিত হবে হোলিও। রঙের উৎসবে শামিল হবে গোটা দেশ। কিন্তু তার আগেই এই উৎসবকে কেন্দ্র করে রাজস্থানে ঘটে গেল ভয়ংকর এক ঘটনা। রং মাখানো নিয়ে বচসায় এক যুবককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল আরেক যুবকের বিরুদ্ধে।

Advertisement

ঠিক কী ঘটেছিল? রাজস্থানের দৌসা জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, বচসার সূত্রপাত রং মাখানো নিয়েই। অশোক, বাবলু ও কালুরাম এক স্থানীয় পাঠাগারের সামনে হংসরাজ নামের ওই যুবককে রং মাখাতে গেলে তিনি আপত্তি জানান। তাতেই নাকি খেপে গিয়ে ওই তিন যুবক হংসরাজকে মারধর করা শুরু করেন। চলে লাথি-ঘুসি। শেষপর্যন্ত ওই তিনজনের মধ্যেই একজন বেল্ট দিয়ে তাঁকে শ্বাসরোধ করে খুন করেন। অতিরিক্ত পুলিশ সুপারিটেন্ডেন্ট দীনেশ আগরওয়াল এমনই দাবি করেছেন।

এরপরই স্থানীয় জনতা অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে থাকে জাতীয় সড়ক অবরোধ করে। যা চলে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। তাদের সঙ্গে ছিল মৃতের পরিবারের সদস্যরাও। প্রতিবাদকারীদের দাবি, ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিতে হবে হংসরাজের পরিবারকে। পরিবারের কোনও একজন সদস্যকে দিতে হবে সরকারি চাকরি। এবং তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করতে হবে দ্রুত। পরে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ ওঠে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হোলিকে কেন্দ্র করে রাজস্থানে ঘটে গেল ভয়ংকর এক ঘটনা।
  • রং মাখানো নিয়ে বচসায় এক যুবককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল আরেক যুবকের বিরুদ্ধে।
  • তিন অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে অবরোধ করা হয় জাতীয় সড়ক।
Advertisement