shono
Advertisement
Jharkhand Hospital

ঝাড়খণ্ডে ভেঙে পড়ল হাসপাতালের জরাজীর্ণ ছাদ, চাপা পড়ে মৃত অন্তত ৩

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন ১৫ জন।
Published By: Kishore GhoshPosted: 05:48 PM May 04, 2025Updated: 05:48 PM May 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্ঘটনায় আহত যেখানে চিকিৎসা করাতে আসেন, সেই হাসপাতালের ছাদ হুড়মুড় করে ভেঙে পড়ল মাথার উপরে। শনিবার রাতের এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। রাতভর তল্লাশি চালিয়ে ১২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরও কয়েক জন আটকে থাকার আশঙ্কা রয়েছে। কীভাবে ঘটল এমন কাণ্ড?

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের জামশেদপুরের এজিএম হাসপাতালে দুর্ঘটনা ঘটে সোমবার। পূর্ব সিংভূমের এসএসপি জানান, ঘটনার সময় ১৫ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। ১২ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের জন্য প্রয়োজন মতো চিকিৎসার ব্যবস্থা হয়েছে। রোগীদের অভিযোগ, বহুদিন ধরেই হাসপাতালের একাংশ জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। সারানো হয়নি। সেই অংশের ছাদই শনিবার রাতে আচমকা ভেঙে পড়ে। দমকল ও পুলিশ রাতভর অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে।

সরকারি হাসপাতালে এমন ঘটনায় মুখ পুড়েছে ঝাড়খণ্ড সরকারের। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নির্দেশে স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি ঘটনাস্থলে পৌঁছান। হেমন্ত বলেন, "আমাদের অগ্রাধিকার হল নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্য়তে না ঘটে সেজন্য জরুরি পদক্ষেপ নেব।" নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঝাড়খণ্ডের জামশেদপুরের এজিএম হাসপাতালে দুর্ঘটনা ঘটে সোমবার।
  • সরকারি হাসপাতালে এমন ঘটনায় মুখ পুড়েছে ঝাড়খণ্ড সরকারের।
Advertisement