সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেদারনাথ যাত্রার পথে ভয়ংকর ধসে প্রাণ হারালেন অন্তত ৩ জন। লাগাতার প্রবল বৃষ্টির জেরে বৃহস্পতিবার রাতে রাস্তায় ধস নামে। ঘটনায় এখনও নিখোঁজ অন্তত ১৬ জন। তাঁদের উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা দল।
কেদারনাথ যাত্রা মরশুম। প্রতিদিনই উত্তরাখণ্ডের (Uttarakhand) এই রাস্তায় তাই বিরাট ভিড়। একের পর এক গাড়ি এগিয়ে যাচ্ছে কেদারনাথের পথে। সেই রাস্তাতেই গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় রীতিমতো ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল রাতে গৌরিকুণ্ড এলাকার রাস্তায় ধস নামে। সার্কল অফিসার বিমল রাওয়াত জানান, এখনও পর্যন্ত তিনজনের দেহ উদ্ধার করতে পেরেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ১৬ জনের খোঁজে চলছে তল্লাশি। যাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাঁদের অনেকেই নেপালের বাসিন্দা। তাদের মধ্যে তিন ও ছ’বছরের শিশুও রয়েছে। তবে প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজে বেশ বেগ পেতে হচ্ছে বলেই জানা গিয়েছে।
[আরও পড়ুন: সন্তান বিক্রি হবে জেনেও অন্তঃসত্ত্বাদের প্রসব! আনন্দপুরে শিশু পাচার কাণ্ডে স্ক্যানারে চিকিৎসক]
জানা গিয়েছে, ওই এলাকার বেশ কিছু দোকানে বৃষ্টির জলে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। এরই মধ্যে উত্তরাখণ্ডের বেশ কয়েকটি এলাকায় কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাউরি, তেহরি, রুদ্রপ্রয়াগ এবং দেরাদুনে আজ শুক্রবারও ভারী বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। যার জন্য সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে হলুদ সতর্কতা জারি রয়েছে চামোলি, নৈনিতাল, চাম্পাওয়াত, আলমোরা এবং বাগেশ্বরে। সব মিলিয়ে বৃষ্টিতে বেশ করুণ পরিস্থিতি উত্তরাখণ্ডের।