shono
Advertisement
Nagaland

মায়ানমার সীমান্তে সেনা অভিযানে গুলির লড়াই, নিহত ৩ সন্দেহভাজন নাগা জঙ্গি

অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার অভিযানে সেনা-জঙ্গি সংঘর্ষ।
Published By: Kishore GhoshPosted: 05:01 PM Apr 28, 2025Updated: 06:18 PM Apr 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও কাণ্ডে ফুঁসছে গোটা দেশ। এমন সময় অরুণাচল-নাগাল্যান্ড সীমান্তে জঙ্গি উপদ্রব। অপহৃত দুই বক্তিকে উদ্ধার করতে গিয়ে অভিযান চালায় সেনা। তখনই সেনার গুলিতে নিহত হয়েছে নাগ জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড-কে (আঙ্গিমাই)-এর তিন সদস্য। রবিবার সন্ধের এই অভিযান শেষে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র।

Advertisement

ভারত-মায়ানমার সীমান্তের কাছে প্রান্তিক এলাকায় রবিবার রাতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলে ভারতীয় সেনার। জায়গাটি অরুণাচল প্রদেশের লংডিং জেলার পংচৌ আর নাগাল্যান্ডের মন জেলার লংওয়ার মাঝামাঝি। গত শুক্রবার ৩৬ বছরের জানলুং ওয়াংপানকে ও ২৬ বছরের মহম্মদ গিয়াসউদ্দিনকে অপহরণ করে নাগা জঙ্গিরা। তাঁদের উদ্ধারেই রবিবার অভিযান চালায় সেনা।

গোপন সূত্রে সেনা খবর পায়, ভারত-মায়ানমার সীমান্ত এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। এরপরই হামলা চালানো হয়। তখনই গুলির লড়াইয়ে তিন জঙ্গি নিহত হয়। অভিযান শেষে উদ্ধার করা গিয়েছে অপহৃত জানলুং ওয়াংপানকে। তবে মহম্মদ গিয়াসউদ্দিনের খোঁজ মেলেনি এখনও পর্যন্ত। সেই কারণে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে সেনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত-মায়ানমার সীমান্তের কাছে প্রান্তিক এলাকায় রবিবার রাতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলে ভারতীয় সেনার।
  • অভিযান শেষে উদ্ধার করা গিয়েছে অপহৃত জানলুং ওয়াংপানকে।
Advertisement