shono
Advertisement

উত্তরপ্রদেশে ট্রাক্টর-বাসের মুখোমুখি সংঘর্ষ, ভয়ংকর দুর্ঘটনায় মৃত ৬ শ্রমিক

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Posted: 12:05 PM Feb 26, 2024Updated: 12:14 PM Feb 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) জৌনপুরে ভয়ংকর দুর্ঘটনা। বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে কমপক্ষে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের। দুর্ঘটনায় আহত ছ’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয়েছে আরও এক জনের। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

উত্তরপ্রদেশের জৌনপুর জেলার সমাধগঞ্জ এলাকায় দুর্ঘটনা ঘটে। জৌনপুর থেকে প্রয়াগরাজের দিকে যাচ্ছিল শ্রমিকবোঝাই ট্রাক্টরটি। তখন রবিবার রাত ১১টা নাগাদ একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাক্টরটির। রাস্তায় এদিক ওদিকে ছিটকে পড়েন ট্রাক্টরে থাকা শ্রমিকরা। ঘটনাস্থলেই পাঁচ জন শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ছ’জন শ্রমিক নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। যদিও চিকিৎসাধীন অবস্থায় এক শ্রমিকের। ফলে সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়। যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement