shono
Advertisement
Maha Kumbh

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মহাকুম্ভ থেকে ফেরার পথে মধ্যপ্রদেশে দুর্ঘটনার বলি ৭ পুণ্যার্থী

মালবোঝাই ঘাতক ট্রাকটি রাস্তার ভুল লেন ধরে চলছিল বলে জানা যাচ্ছে।
Published By: Amit Kumar DasPosted: 01:12 PM Feb 11, 2025Updated: 01:14 PM Feb 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৭ জনের। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে মধ্যপ্রদেশের জব্বলপুরে। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল কার্যত দুমড়ে মুচড়ে যায় বাসটি। ঘটনায় আহতদের বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে বাসে প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়েছিলেন পুণ্যার্থীদের ওই দলটি। ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে সোমবার রাতেই রওনা দেয় ২৫ জন পুণ্যার্থী বোঝাই ওই বাসটি। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায় ঘটে এই দুর্ঘটনা। জেলাশাসক দীপক কুমার সাক্সেনা জানান, মাল বোঝাই ওই ট্রাকটি রাস্তার ভুল লেন ধরে চলছিল। যার জেরেই এই ঘটনা ঘটে। জব্বলপুরের জেলা সদর দপ্তর থেকে ৬৫ কিলোমিটার দূরে ঘটে এই দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাফিক আইন অমান্য করে ভুল লেন ধরে চলার জেরেই এই ঘটনা ঘটেছে। মিনি বাসের সঙ্গে ভয়ংকর সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। বাকিরা দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের মধ্যে আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রশাসন ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় বাকি যাত্রীদের। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, কুম্ভ থেকে ফেরার পথে এই দুর্ঘটনা অবশ্য প্রথমবার নয়। এর আগেও একাধিক এমন দুর্ঘটনার খবর এসেছে। গত সোমবার আগ্রার চার পুণ্যার্থী দুর্ঘটনার কবলে পড়েন। ওই দিনই আর এক দুর্ঘটনায় ওড়িশার এক বাসিন্দার মৃত্যু হয় ও ৬ জন আহত হন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা।
  • মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৭ জনের।
  • মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে মধ্যপ্রদেশের জব্বলপুরে।
Advertisement