shono
Advertisement
Himachal Pradesh

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারত, হিমাচলে মৃত্যু ৭৮ জনের, উত্তরাখণ্ডে ভূমিধসের সতর্কতা

যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
Published By: Gopi Krishna SamantaPosted: 01:40 PM Jul 07, 2025Updated: 01:44 PM Jul 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। শেষ দু’দিনে বৃষ্টিপাতেরর পরিমাণ বাড়র ফলে একাধিক জায়গায় হড়পা বান ও ভূমিধস নেমেছে। এরই মধ্যে উত্তরের এই দুই পাহাড়ি রাজ্যের বেশ কয়েকটি জেলার জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন (IMD)। নির্দেশিকাতে বলা হয়েছে, আরও বেশ কয়েকদিন বৃষ্টিপাত চলবে। যার ফলে হড়পা বান, ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। হড়পা বান, ধসের ফলে শুধু হিমাচল প্রদেশেই এখনও পর্যন্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অনেকে।

Advertisement

একটানা বৃষ্টির জেরে দুই রাজ্যেরই বেশ কয়েকটি এলাকার খুব খারাপ অবস্থা। নদীগুলির জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে বেশ করেকটি জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে। ফলে এই দুই পাহাড়ি রাজ্যেই আটকে পড়েছেন পর্যটকরা। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল যৌথ ভাবে উদ্ধারকাজ চালাচ্ছে।

সবচেয়ে খারাপ অবস্থা হিমাচল প্রদেশের। শেষ কয়েকদিনে ৩টি হড়পা বানে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। মেঘভাঙা বৃষ্টির জেরে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ধস নেমেছে। বন্যায় ভেসে গিয়েছে ৩০০-র বেশি গবাদি পশু। ভেঙেছে একাধিক বাড়িঘর। এখনও পর্যন্ত চারশোর বেশি মানুষকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। খোলা হয়েছে একাধিক ত্রাণশিবির। শুধু মাণ্ডি জেলাতেই ১৪ জনের মৃত্যু খবর মিলেছে। নিখোঁজ রয়েছেন ৩০ জন। এছাড়াও আহত অবস্থায় ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এহেন পরিস্থিতিতে পরিশ্রুত পানীয় জল সরবরাহের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে জলশক্তি দপ্তর। বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছনোর কাজও চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একটানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ভারতের হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড।
  • শেষ দু’দিনে বৃষ্টিপাতেরর পরিমাণ বাড়র ফলে একাধিক জায়গায় হড়পা বান ও ভূমিধস নেমেছে।
  • এরই মধ্যে উত্তরের এই দুই পাহাড়ি রাজ্যের বেশ কয়েকটি জেলার জন্য কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন (IMD)।
Advertisement