হেমন্ত মৈথিল, লখনউ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শাসন ক্ষমতার আট বছর পূর্ণ হল সোমবার। এই উপলক্ষে যোগীর উপস্থিতিতে গত এক বছরে উত্তরপ্রদেশের সরকারি পরিষেবা, নিরাপত্তা, সুশাসনের সাফল্য উদযাপিত হল লোক ভবনে। ওই অনুষ্ঠানে গত আট বছরে সাফল্য 'এক ঝলক' শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। একটি বিশেষ পুস্তিকাও প্রকাশ করা হয়। যোগী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় এবং ২৫ কোটি নাগরিকের চেষ্টায় উত্তরপ্রদেশ 'শ্রম শক্তিপুঞ্জ' থেকে 'অর্থ শক্তিপুঞ্জে' পরিণত হয়েছে। রাজ্য একই রয়েছে, কেবল মনোভাব ও মানসিকতা বদলে গিয়েছে।"

যোগী দাবি করেন, যে উত্তরপ্রদেশকে এককালে 'অসুস্থ' রাজ্য বলা হত, সে-ই আজ ভারতীয় অর্থনীতির অগ্রগতির ইঞ্জিন হয়ে উঠছে। গত আট বছরের চমকে দেওয়া উন্নয়ন যে ডাবল ইঞ্জিন সরকারের কারণে, সে কথাও উল্লেক করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এছাড়াও ২৫, ২৬ ও ২৭ মার্চ জেলায় জেলায় 'বিবেক উৎসব' উদযাপনের ঘোষণা করেন তিনি। ওই অনুষ্ঠানে সংবর্ধিত হবেন কৃষক, যুবা, মহিলা কারিগর এবং উদ্যোগপতিরা। যোগী জানান, রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশ বর্তমানে ভারতের দ্বিতীয় সেরা অর্থনীতি। খুব শিঘ্রই তা প্রথম স্থানে পৌঁছবে।
তাঁর জমানোর সাফল্যের কথা তুলে ধরতে অতীতে ফিরে যান যোগী। ২০১৭ সালে "কৃষকরা আত্মহত্যা করছিল। যুবকদের কাজ ছিল না, মহিলা ও ব্যবসায়ীরা অসুরক্ষিত ছিলেন। নিত্য দাঙ্গা, আইনশৃঙ্খলার অবনতি প্রভাব ফেলছিল অর্থনীতিতে।" কিন্তু আট বছরে বদলে গিয়েছে পরিস্থিতি। এর জন্য যোগী কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং নিজেরই মন্ত্রীসভার সদস্যদের।