shono
Advertisement
Kerala

ঘুরতে গিয়ে মর্মান্তিক পরিণতি, রিসর্টের অস্থায়ী তাঁবু ভেঙে মৃত্যু পর্যটকের, আহত ৩

তাঁবু তৈরিতে কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ।
Published By: Gopi Krishna SamantaPosted: 09:35 PM May 15, 2025Updated: 09:35 PM May 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের ওয়েনাড়ে একটি জনপ্রিয় রিসর্টে অস্থায়ী তাঁবু ভেঙে মৃত্যু এক যুবতী পর্যটকের। ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মৃতের নাম নিশ্মা। বয়স ২৪ বছর। তিনি মালাপ্পুরম জেলার নিলামপুরের আকামপাদাম এলাকার বাসিন্দা। বুধবার মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে।

Advertisement

জানা গিয়েছে, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় চার জনকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা নিশ্মাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশের অনুমান, বাঁশ ও খড় দিয়ে তৈরি ওই অস্থায়ী তাঁবুটির কাঠামো দুর্বল হয়ে যাওয়ার কারণেই সেটি হঠাৎ ভেঙে পড়ে। চাপা পড়ে মৃত্যু হয় একজনের। বাকি তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এই তাঁবু তৈরি করতে কর্তৃপক্ষের কোনও গাফিলতি ছিল কিনা সে বিষয়ে জানতে তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় একটি পৃথক ঘটনায় ৭৭ বছর বয়সি জুরসেন নামে এক জার্মান পর্যটক হাতির আক্রমণে নিহত হন। জানা গিয়েছে, ভালপারাই রেঞ্জের টাইগার ভ্যালির মধ্য দিয়ে মাইকেল জুরসেন তাঁর বাইকে করে যাচ্ছিলেন। হঠাৎই বন থেকে হাতিটি বেরিয়ে এসে তাঁর উপর হামলা চালায় হাতিটি। হঠাৎ এমন হামলায় রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাকি পথযাত্রীরা একাধিকবার চেষ্টা করেও ওই পর্যটককে হাতির আক্রমণের হাত থেকে বাঁচাতে পারেননি।

উপস্থিত বাকি পথচারীদের মধ্যে একজন জানিয়েছেন, হাতিটি চলে যাওয়ার পর, ওই পর্যটককে প্রথমে চিকিৎসার জন্য ওয়াটারফলস এস্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে পোলাচি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেরলের ওয়েনাডে একটি জনপ্রিয় রিসর্টে অস্থায়ী তাবু ভেঙে মৃত্যু হয়েছে এক যুবতীর।
  • ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
  • মৃতের নাম নিশ্মা। বয়স ২৪ বছর। তিনি মালাপ্পুরম জেলার নিলামপুরের আকামপাদাম এলাকার বাসিন্দা।
Advertisement