shono
Advertisement

Breaking News

Abhishek Banerjee

ইন্ডিয়া জোটের মুখ মমতা! অভিষেক বললেন, 'উনি অভিজ্ঞ, আলোচনা হোক'

ইন্ডিয়া জোটের মুখ কে? তা নিয়ে জোটের অন্দরেই চর্চার শেষ নেই।
Published By: Paramita PaulPosted: 07:51 PM Dec 16, 2024Updated: 08:11 PM Dec 16, 2024

নন্দিতা রায়, নয়াদিল্লি: ইন্ডিয়া জোটের মুখ কে? তা নিয়ে জোটের অন্দরেই চর্চার শেষ নেই। অনেক দলই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করার বিষয় সওয়াল করছে। ইন্ডিয়ার নেতৃত্ব নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের কথায়, রাজনৈতিক অভিজ্ঞতার নিরিখে বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে মুখ করার বিষয়টি নিয়ে দলের অন্দরে আলোচনা হোক, চাইছেন অভিষেক।

Advertisement

মমতাই কি ইন্ডিয়া জোটের মুখ? সোমবার নয়াদিল্লিতে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী। আগে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও সামলেছেন। জোটের অন্যতম অভিজ্ঞ রাজনীতিবিদ তিনি। এটা নিয়ে ইন্ডিয়া জোটের বসে বিস্তারিত আলোচনা করা উচিত।"

ইন্ডিয়া জোটের অন্দরেই কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। বরং মমতাকে মুখ করার পক্ষে সওয়াল করছেন একাধিক দলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু তাদের সেই দাবিকে আমল দিতে রাজি নয় শতাব্দি প্রাচীন কংগ্রেস। বরং তৃণমূলকে আঞ্চলিক দল হিসেবে 'সাইড লাইন' করতে ব্যস্ত তারা। কিন্তু জাতীয় রাজনীতিতে তৃণমূলকে আঞ্চলিক দল হিসেবে গণ্য করা নিয়ে তীব্র আপত্তি অভিষেকের। বলেন, "কোনও দলই ছোট নয়। ইন্ডিয়া জোটের তৃণমূলই একমাত্র দল যারা বিজেপি এবং কংগ্রেস দুজনকেই হারিয়েছে। যা তৃণমূলের শক্তির প্রমাণ। আঞ্চলিক দলকে গুরুত্ব না দেওয়ার ভুল কংগ্রেস-বিজেপি দুজনেই করেছে। আমরা মানুষের ভোটে জিতে এখানে এসেছি। ২৯ জন প্রতিনিধি আছে আমাদের। তৃণমূলকে ছোট করে দেখা উচিত না।"

ঘাসফুলের শক্তি বোঝাতে অভিষেকের দাবি, "দেশজুড়ে অন্যান্য দল ভাঙিয়ে শক্তি বাড়ায় বিজেপি। অন্যান্য দলের নেতানেত্রীরা বিজেপিতে যোগ দেন। কিন্তু তৃণমূলই একমাত্র দল যারা বিজেপির সাংসদ সংখ্যা কমিয়েছে। তাদের একের পর এক নেতা তৃণমূলে যোগ দিয়েছেন।" তৃণমূল সাংসদের এহেন মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, কংগ্রেসের জমিদারি মনোভাব কোনওভাবেই মানতে রাজি নয় তৃণমূল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইন্ডিয়ার নেতৃত্ব নিয়ে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • তৃণমূল সাংসদের কথায়, রাজনৈতিক অভিজ্ঞতার নিরিখে বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।
  • তাঁকে মুখ করার বিষয়টি নিয়ে দলের অন্দরে আলোচনা হোক, চাইছেন অভিষেক।
Advertisement