shono
Advertisement

টাকা না দিয়েই টোলপ্লাজা পেরোল ১৭৫ গাড়ির কনভয়, বিতর্কে অখিলেশ

টিপুর বাবুয়ানা যায়নি, বিদ্রুপ বিজেপির।    The post টাকা না দিয়েই টোলপ্লাজা পেরোল ১৭৫ গাড়ির কনভয়, বিতর্কে অখিলেশ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:31 PM Aug 10, 2017Updated: 08:54 AM Aug 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতা হারিয়েছেন বেশ কিছু দিন। তবে হাবভাব এতটুকু বদলায়নি। ১৭৫টি গাড়ির কনভয় নিয়ে দিব্যি টোলপ্লাজা পেরোলেন অখিলেশ যাদব। একটা পয়সাও তিনি বা তার অনুগামীরা টোল দেননি। উত্তর প্রদেশের বারাবাঁকির টোলপ্লাজার এই ছবি প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়তে হয়েছে অখিলেশকে। রাজ্যের শাসক বিজেপির বিদ্রুপ প্রাক্তন হওয়ার পরও অখিলেশের বাবুয়ানা যায়নি। হুল হজম করে আপাতত কুলুপ এঁটেছেন উত্তরপ্রদেশের টিপু।

Advertisement

#WATCH: Former UP CM Akhilesh Yadav’s convoy of 175 cars passes toll plaza in Barabanki without paying toll tax, claims toll plaza manager. pic.twitter.com/ZHKnohA4VU

— ANI UP (@ANINewsUP) August 9, 2017

বিমান হোক বা ট্রেন কিংবা রাস্তা। আইন ভাঙার প্রবণতা দেশের জনপ্রতিনিধিদের মধ্যে ক্রমাগত বেড়ে চলেছে। যার সাম্প্রতিকতম নজির উত্তর প্রদেশে। দলীয় এক নেতার মূর্তি  উদ্বোধন করতে সম্প্রতি ফরিদাবাদে গিয়েছিলেন অখিলেশ যাদব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন দলের কয়েকজন নেতা বেশ কিছু অনুগামী। লখনউ থেকে জাতীয় সড়ক ধরে ফরিদাবাদ যাওয়ার পথে বারাবাঁকির আহমেদপুরে রয়েছে টোলপ্লাজা। বুথে টোল দেওয়া দূরের কথা অখিলেশ এবং তাঁর সঙ্গে থাকা প্রায় ১৭৫টি গাড়ি নির্দ্বিধায় বেরিয়ে যায়। অখিলেশের কনভয়ে ছিল বাস, মারুতি, টাটা সুমো এবং বেশ কিছু মোটরবাইক। প্রতিটি গাড়িতে সমাজবাদী পার্টির পতাকা ছিল। পতাকা দেখিয়ে কার্যত গায়ের জোর টোল না দিয়ে বিশাল কনভয় বেরিয়ে যায়। ২ মিনিটের এই ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে স্পষ্ট, নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছেন অখিলেশ এবং তাঁর অনুগামীরা। এমনকী বাসের ছাদে চেপেও কয়েকজন সপা সমর্থককে যেতে দেখা যায়। যা বেআইনি। ঘটনাস্থলে থাকা টোল প্লাজার এক আধিকারিক জানিয়েছেন তাদের কথাই শুনতে চাননি সপা সমর্থকরা।

[শেয়ার কেনাবেচা, মিউচুয়াল ফান্ডে লগ্নিতেও বাধ্যতামূলক হচ্ছে আধার]

বিতর্কিত ভিডিও সামনে আসার পর বিজেপি সমাজবাদী পার্টিকে চেপে ধরেছে। উত্তর প্রদেশের শাসক দলের অভিযোগ, রাজ্যে সমাজবিরোধী রাজ চালাতে চাইছেন অখিলেশ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি গেরুয়া শিবিরের বিদ্রুপ, তিনি ভুলে গেছেন এখন ক্ষমতায় নেই। গোবলয়ের বৃহত্তম এই রাজ্যে রাজনীতিবিদের নিয়ম ভাঙা নতুন কিছু নয়। মাস কয়েক আগে শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড় এয়ার ইন্ডিয়ার এক আধিকারিককে জুতোপেটা করেছিলেন। গত বছর মহারাষ্ট্রের এক বিধায়কের বিরুদ্ধে টোলপ্লাজা বুথ ভাঙচুরে অভিযোগ উঠেছিল। অখিলেশের এই কীর্তি বুঝিয়ে দিল রোগ এতটুকু সারেনি।

The post টাকা না দিয়েই টোলপ্লাজা পেরোল ১৭৫ গাড়ির কনভয়, বিতর্কে অখিলেশ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার