হেমন্ত মৈথিল, মহাকুম্ভ নগর: মহাকুম্ভে এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলে ও তাঁর স্ত্রী চেতনা। ঈশ্বরের আশীর্বাদ লাভে সকলের মতো তাঁরাও ডুব দিলেন পবিত্র ত্রিবেণী সঙ্গমে। ভারতের আধ্যাত্মিক তাৎপর্য উপলব্ধি করতে আসতে হবে সঙ্গমে বলে মন্তব্য করেন আপ্লুত তারকা। এনিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পবিত্র ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার ছবি শেয়ার করেছেন কুম্বলে। তিনি লেখেন, 'ঈশ্বরের আশীর্বাদ লাভের জন্যই আমরা এখানে এসেছি।'
মঙ্গলবার প্রয়াগরাজ আসেন সস্ত্রীক কুম্বলে। পুণ্যস্নানের জন্য মাঘ পূর্ণিমার শুভ দিনটি বেছে নেন। এই দিনে, মহাকুম্ভে কোনও ভিআইপি প্রোটোকল পালন করা হয়নি। তবে কুম্বলে তাঁর জন্য কোনওরকম বিড়ম্বনার মধ্যে পড়েননি। বরং অন্য ভক্তদের সঙ্গে একসঙ্গে স্নান সারেন। এদিন নৌকায় চড়ে সঙ্গমে পৌঁছান তিনি।
আস্থার ডুব দেওয়ার আগে ঐতিহ্য মেনে সূর্য প্রণাম করেন এবং বিভিন্ন আচার পালন করেন কুম্বলে। এই স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন তিনি। শুধু অনিল কুম্বলে নন এর আগে আশুতোষ শর্মা, মায়াঙ্ক আগরওয়াল এবং সুরেশ রায়না-সহ আরও বেশ কয়েকজন ক্রিকেটার মহাকুম্ভে এসেছেন এবং পবিত্র গঙ্গায় ডুব দিয়েছেন।
