shono
Advertisement
Jammu and Kashmir

এবার কাশ্মীরে আত্মঘাতী সেনা জওয়ান! রাজৌরির সেনাছাউনিতে কর্মরত ছিলেন

আত্মঘাতী হওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা।
Published By: Kishore GhoshPosted: 05:36 PM Dec 12, 2024Updated: 05:38 PM Dec 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধাসেনায় বাড়ছে আত্মহত্যা ও স্বেচ্ছাবসরের প্রবণতা। এই বিষয়ে কদিন আগেই বিস্তারিত রিপোর্ট দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রক নিযুক্ত টাস্ক ফোর্স। এর মধ্যেই উপত্যকায় সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক তরুণ সেনা জওয়ান! জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ঘটনাটি ঘটেছে।

Advertisement

মৃত্যু হয়েছে হাবিলদার ইন্দেশ কুমারের। মাঞ্জাকোট এলাকার অঞ্জনওয়ালি গ্রামে একটি সেনাছাউনিতে কর্মরত ছিলেন তিনি। মঙ্গলবার রাতে চরম সিদ্ধান্ত নেন ইন্দেশ। সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যদিও বাঁচানো যায়নি। কেন আত্মঘাতী হলেন ওই জওয়ান তা এখনও জানা যায়নি। এই বিষয়ে তদন্তে শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, এর আগে রবিবার জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সহকর্মীকে গুলি করে খুনের পর আত্মঘাতী হয়েছেন এক পুলিশকর্মী।

প্রসঙ্গত, সম্প্রতি অমিত শাহের মন্ত্রকের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ৭৩০ জন সিএপিএফ জওয়ান আত্মহত্যা করেছেন। ৫৫ হাজারের বেশি জওয়ানের মধ্যে কেউ কেউ পদত্যাগ করেছেন। অনেকে আবার স্বেচ্ছাবসর নিয়েছেন। শাহের মন্ত্রকের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আত্মহত্যার কারণ ‘ব্যক্তিগত’। যদিও কাজের চাপের বিষয়টি গুরুত্ব পেয়েছে। টাস্ক ফোর্সের রিপোর্টে বলা হয়েছে, আত্মঘাতী জওয়ানদের ৮০ শতাংশ চরম সিদ্ধান্ত নেন ছুটি থেকে ফেরার পরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মৃত্যু হয়েছে হাবিলদার ইন্দেশ কুমারের।
  • আধাসেনায় বাড়ছে আত্মহত্যা ও স্বেচ্ছাবসরের প্রবণতা।
Advertisement