shono
Advertisement
Himanta Biswa Sarma

'শুধু হিন্দুই ভারতের প্রধানমন্ত্রী হবে', হিমন্তের দাবি শুনে ওয়েইসি বললেন, 'ওর মাথায় টিউবলাইট'

'অসমের মুখ্যমন্ত্রী অত্যন্ত ছোট মনের মানুষ', তোপ ওয়েইসির।
Published By: Anwesha AdhikaryPosted: 02:05 PM Jan 11, 2026Updated: 02:05 PM Jan 11, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে অভিনব ভাষায় খোঁচা দিলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। স্পষ্ট জানিয়ে দিলেন, হিমন্তের মাথায় 'টিউবলাইট' রয়েছে। হায়দরাবাদ সাংসদের কথায়, ভারতীয় সংবিধান অনেকেরই বোধগম্য নয়। এই নিয়ে হিমন্তের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছেন ওয়েইসি। সেখান থেকেই হায়দরাবাদ সাংসদের 'টিউবলাইট' মন্তব্য।

Advertisement

শনিবার মহারাষ্ট্রের সোলাপুরে ভাষণ দিতে গিয়ে ওয়েইসি বলেন, "পাকিস্তানের সংবিধানের স্পষ্ট লেখা রয়েছে, কেবল নির্দিষ্ট একটি ধর্মের মানুষ দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু আমাদের দেশে সেটা নেই। বাবাসাহেবের সংবিধান বলে, দেশের যেকোনও ব্যক্তি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মেয়র-সমস্ত পদে বসতে পারে। আমি স্বপ্ন দেখি, একদিন হিজাব পরা এক মেয়ে এই দেশের প্রধানমন্ত্রী হবে।" এই মন্তব্যের প্রতিবাদেই সরব হয়েছেন হিমন্ত। সুর চড়িয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও।

ওয়েইসিকে তোপ দেগে হিমন্ত বলেন, "সংবিধানে কোনও বাধা নেই, যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু ভারত হিন্দুরাষ্ট্র, হিন্দু সভ্যতা। তাই আমরা আত্মবিশ্বাসী, ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে সবসময় কোনও হিন্দু ব্যক্তিই বসবেন।" অন্যদিকে, পুনাওয়ালা বলেন, "ওয়েইসি বলছেন ভারতের প্রধানমন্ত্রী হবেন কোনও হিজাব পরিহিতা। কিন্তু আমি ওয়েইসি মিয়াঁকে আমি চ্যালেঞ্জ করছি, প্রথমে আপনার দলের প্রেসিডন্ট হিসাবে কোনও হিজাব পরিহিতাকে নির্বাচিত করুন।"

হিমন্তের মন্তব্যের পালটা দিতে গিয়ে ওয়েইসি বলেন, "আসলে ওর মাথায় টিউবলাইট আছে। বাবাসাহেব আম্বেদকর আমাদের সংবিধান রচনা করেছিলেন। তিনি হিমন্ত বিশ্বশর্মার তুলনায় অনেক বেশি শিক্ষিত এবং বুদ্ধিমান ছিলেন। আসলে অসমের মুখ্যমন্ত্রী অত্যন্ত ছোট মনের মানুষ। তাই এমন ক্ষুদ্র মানসিকতার পরিচয় দেন।" তবে পুনাওয়ালার মন্তব্য নিয়ে কিছু বলেননি ওয়েইসি। তাঁর কথায়, বিজেপির বর্তমান সরকার মুসলিম মহিলাদের হিজাব পরতে দেয় না। হায়দরাবাদের সাংসদের আশা, বিজেপির এই ঘৃণার রাজনীতি বেশিদিন টিকবে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হায়দরাবাদ সাংসদের কথায়, ভারতীয় সংবিধান অনেকেরই বোধগম্য নয়।
  • ওয়েইসিকে তোপ দেগে হিমন্ত বলেন, "সংবিধানে কোনও বাধা নেই, যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন।
  • পুনাওয়ালার মন্তব্য নিয়ে কিছু বলেননি ওয়েইসি। হায়দরাবাদের সাংসদের আশা, বিজেপির এই ঘৃণার রাজনীতি বেশিদিন টিকবে না।
Advertisement