সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী বলে কথা, ফলে তাঁর মনোনয়নে আড়ম্বরে কোনও ত্রুটি রাখেনি দল। অতিশী মারলেনার মনোনয়ন জমা উপলক্ষে মহা ধুমধামের সঙ্গে পদযাত্রা বের করেছিল আম আদমি পার্টি। তবে চূড়ান্ত আয়োজন সত্ত্বেও উদ্দেশ্য সফল হল না। নির্ধারিত সময়ে জেলাশাসকের অফিসে পৌঁছতে না পারায় মনোনয়ন জমা দিতে পারলেন না কালকাজি বিধানসভা কেন্দ্রের আপ প্রার্থী তথা দিল্লির মুখ্যমন্ত্রী।
আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭৭ বিধানসভা আসনে হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে মনোনয়ন জমার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ১০ জানুয়ারি থেকে। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই মনোনয়ন প্রক্রিয়া। সোমবার তিনি যে মনোনয়ন জমা দেবেন সে কথা আগেই জানিয়েছিল আপ। সেই অনুযায়ী দলের তরফে বিরাট আয়োজন করা হয়। ডিএম অফিস যাওয়ার আগে হুড খোলা গাড়িতে চড়ে জনতার উদ্দেশে হাত নাড়তে নাড়তে প্রথমে তিনি পৌঁছন গিরিনগরের গুরুদ্বারে। সেখানে প্রার্থনা সারার পর মুখ্যমন্ত্রী পৌঁছন কালকাজি মন্দিরে।
সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আপ নেতা মণীশ সিসোদিয়া। মা কালীর আশীর্বাদ নিয়ে এর পর আপ নেত্রীর গাড়ি রওনা দেয় ডিএম অফিসের উদ্দেশে। বিপুল কর্মী-সমর্থককে পিছনে নিয়ে রাস্তায় উপস্থিত জনতার উদ্দেশে হাত নাড়তে নাড়তে অতিশী যখন জেলাশাসকের দপ্তরে এসে পৌঁছন তখন বেলা গড়িয়েছে। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার সময় দুপুর তিনটের মধ্যে। যদিও বিপুল আয়োজন সেরে অতিসী যখন গন্তব্যে এসে পৌঁছন তখন ঘড়িয়ে তিনটে পেরিয়ে গিয়েছে। এই অবস্থায় তাঁর মনোনয়ন জমা নেননি জেলাশাসক। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি ভেঙে মনোনয়ন জমা নেওয়ার কোনও অনুরোধই কানে তোলেননি সরকারি আধিকারিক। শেষ পর্যন্ত কাগজপত্র গুছিয়ে ফের বাড়ি ফিরে আসতে হয় তাঁকে।
আপ সূত্রে জানা যাচ্ছে, আগামিকাল অর্থাৎ ১৪ জানুয়ারি মঙ্গলবার মনোনয়ন জমা দেবেন অতিশী। তবে এবার আর আড়ম্বরের ঘনঘটা থাকবে না বলেই জানা যাচ্ছে। উল্লেখ্য, এই কালকাজি কেন্দ্রে মুখ্যমন্ত্রী অতিশীর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপি টিকিট দিয়েছে দিল্লির প্রাক্তন সাংসদ রমেশ বিধুরিকে, কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছেন প্রাক্তন আপ বিধায়ক অলকা লাম্বা।