shono
Advertisement
Christmas

মুখে 'জয় শ্রীরাম' স্লোগান, বড়দিনের সেলিব্রেশন রুখে অসমের স্কুলে ভাঙচুর চালাল বজরং দল

বড়দিনে অসমের খ্রিস্টান স্কুলে হামলা!
Published By: Saurav NandiPosted: 03:56 PM Dec 25, 2025Updated: 06:34 PM Dec 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন বড়দিন (Christmas) উদযাপন? প্রশ্ন তুলে বিজেপিশাসিত অসমের খ্রিস্টান স্কুলে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বজরং দলের বিরুদ্ধে। শুধু তাই নয়, হামলা চালানোর সময় হামলাকারীদের 'জয় শ্রী রাম' এবং 'জয় হিন্দু রাষ্ট্র' স্লোগান দিতেও শোনা গিয়েছে বলে অভিযোগ।

Advertisement

অসমের নলবাড়ি জেলায় ঘটনাটি ঘটেছে। পানিগাঁওয়ের সেন্ট মেরি স্কুলে হামলা চালানোর অভিযোগ উঠেছে বজরং দলের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, স্কুলের অদূরে একটি দোকানেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ওই দোকানে বড়দিন উদযাপনের জিনিসপত্র বিক্রি করছিলেন দোকানদার। জেলা পুলিশ সুপার বিবেকানন্দ দাস জানান, পুলিশ হামলার অভিযোগ পেয়েছে। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সুপার বলেন, "স্কুলে হামলার পাশাপাশি একটি দোকানেও হামলা চালিয়েছেন কয়েক জন। ওই দোকানে স্যান্টা টুপি, মুখোশ বিক্রি করা হচ্ছিল। জমা পড়া অভিযোগের ভিত্তিতে আমরা এফআইআর রুজু করছি। যে দলটি হামলা চালিয়েছে, সেই দলে সব মিলিয়ে ন'জন ছিল বলে আমরা জানতে পেরেছি।"

স্কুলটি বঙ্গাইগাঁও ডায়োসিসের অন্তর্গত। ফাদার জেমস ভাদাকেইল জানান, ঘটনার সময় স্কুল চত্বরে কেউই ছিল। স্কুলে এখন শীতের ছুটি চলছে। স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা অন্তত এক হাজার। ২০১০ সালে চালু হয় স্কুলটি। ফাদার বলেন, "দুপুর ৩টে নাগাদ কয়েক জন স্কুলে এসে প্রিন্সিপালের খোঁজ করছিলেন। কিন্তু ওই সময় প্রিন্সিপাল ছিলেন না স্কুলে। এর পরেই ওই দলটি স্কুল চত্বরে ভাঙচুর চালায়। স্কুলে ভর্তির একটি বিজ্ঞাপনী ব্যানারও বসানো হয়েছিল। সেটিও ভেঙে দেওয়া হয়। ওরা 'জয় শ্রী রাম' এবং 'জয় হিন্দু রাষ্ট্র' স্লোগান দিচ্ছিল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেন বড়দিন উদযাপন করা হচ্ছে? বিজেপিশাসিত অসমের খ্রিস্টান স্কুলে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বজরং দলের বিরুদ্ধে।
  • শুধু তা-ই নয়, হামলা চালানোর সময় হামলাকারীদের 'জয় শ্রী রাম' এবং 'জয় হিন্দু রাষ্ট্র' স্লোগান দিতেও শোনা গিয়েছে বলে অভিযোগ।
  • অসমের নলবাড়ি জেলায় ঘটনাটি ঘটেছে।
Advertisement