shono
Advertisement
Maharashtra

'আমি মারাঠি কিন্তু...', মহারাষ্ট্রে ভাষা বিতর্কের মধ্যে ভাইরাল বাল ঠাকরের পুরনো ভিডিও

হিন্দি আগ্রাসনের প্রশ্নে উদ্ধব-রাজ একত্র হওয়ার পরেই ভাইরাল ঠাকরের পুরনো ভিডিও।
Published By: Kishore GhoshPosted: 03:00 PM Jul 07, 2025Updated: 03:00 PM Jul 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিব সেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরের মারাঠা এবং হিন্দু আবেগ নিয়ে কখনওই প্রশ্ন ওঠেনি। বরং এই দুই আবেগই ছিল বালা সাহেবের রাজনৈতিক উত্থানের বেসক্যাম্প। মহারাষ্ট্রে হিন্দির আগ্রাসন তথা ভাষা বিতর্কের মধ্যে ভাইরাল হয়েছে ঠাকরের একটি পুরনো ভিডিও। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, "মহারাষ্ট্রে আমি মারাঠি কিন্তু ভারতে একজন হিন্দু।"

Advertisement

উল্লেখ্য, রাজ্যভাষার উপর হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ এনেছেন বাল ঠাকরের দুই উত্তরসূরি, পুত্র উদ্ধব ঠাকরে এবং ভাগ্নে রাজ ঠাকরে। এই বিষয়ে বিবাদ তৈরি হয়েছে ক্ষমতায় থাকা বিজেপির মহাযুতি জোটের সঙ্গে। এই বিতর্কের মধ্যেই ঠাকরের পুরনো ভিডিও ভাইরাল হওয়া তাৎপর্যপূর্ণ। ভিডিওটিতে দেখা গিয়েছে পরিচিত 'ঠাকরে লুক'। গলায় রুদ্রাক্ষের মালা, কাঁধে গেরুয়া শালে বর্ষীয়ান নেতা। নিজের 'মারাঠি' এবং 'হিন্দু' পরিচয়ের কথা জানান তিনি। বলেন, "আমাদের ভাষাগত পরিচয় ডিঙিয়ে হিন্দুত্বকে আলিঙ্গন করতে হবে"।

ঠাকরের ভিডিও এক্স হ্যান্ডেলে ভাইরাল হয়েছে শনিবার রাতে। এর ঘণ্টা খানেক আগে উদ্ধব ও রাজের রাজনৈতিক পুনর্মিলনের সাক্ষী হয় মহারাষ্ট্র। দু'দশক পর এক মঞ্চে দেখা যায় দুই তুতো ভাইকে। মুম্বইয়ে 'বিজয় মিছিলে' অংশ নেন তাঁরা। মহারাষ্ট্রের স্কুলগুলিতে হিন্দি ভাষা পড়ানোর সরকারি নির্দেশ প্রত্যাহারের বিষয়টি উদযাপন করেন রাজ এবং উদ্ধব।

রবিবার উদ্ধব জানান, রাজ এবং তিনি মুম্বই পৌরনিগম নির্বাচনে একসঙ্গে লড়বেন। বাল ঠাকরের মারাঠির অষ্মিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তুতো ভাই এবং তিনি বিজেপিকে 'জনগণের উপর হিন্দি চাপিয়ে দিতে' দেবেন না। মারাঠি জনগণকে ঐক্য়বদ্ধ হওয়ার আহ্বান জানান। অন্যদিকে হুঁশিয়ারির সুরে রাজ ঠাকরে বলেন, "মহারাষ্ট্রকে ছুঁয়ে দেখুক একবার.. তারপর কী হয় বুঝবে!" তাঁর অভিযোগ, জাতীয় শিক্ষানীতির দোহাই দিয়ে তিন ভাষা নীতি আসলে মুম্বইকে মহারাষ্ট্র থেকে আলাদা করার ষড়যন্ত্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবার উদ্ধব জানান, রাজ এবং তিনি মুম্বই পৌরসভার নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
  • হুঁশিয়ারির সুরে রাজ বলেন, "মহারাষ্ট্রকে ছুঁয়ে দেখুক.. তারপর কী হয় বুঝবে।"
Advertisement